ইসরাইলে হামলায় একাধিক ওয়ারহেডযুক্ত 'খাইবার শেকান' ক্ষেপণাস্ত্র ব্যবহার
https://parstoday.ir/bn/news/iran-i150018-ইসরাইলে_হামলায়_একাধিক_ওয়ারহেডযুক্ত_'খাইবার_শেকান'_ক্ষেপণাস্ত্র_ব্যবহার
ইসরাইলের বিরুদ্ধে ইরানের ২০তম হামলায় একাধিক ওয়ারহেড বহনে সক্ষম অত্যাধুনিক খাইবার-শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ২২, ২০২৫ ১৮:৪৮ Asia/Dhaka
  • খাইবার-শেকান ক্ষেপণাস্ত্র
    খাইবার-শেকান ক্ষেপণাস্ত্র

ইসরাইলের বিরুদ্ধে ইরানের ২০তম হামলায় একাধিক ওয়ারহেড বহনে সক্ষম অত্যাধুনিক খাইবার-শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির জনসংযোগ বিভাগ, অপারেশন ট্রু প্রমিজ-থ্রি-এর ২০তম ওয়েভে প্রথমবারের মতো খাইবার-শেকান নামে বহুমুখী-ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে।

পার্সটুডে জানিয়েছে, ইসরাইলের বিভিন্ন এলাকায় ২০তম ওয়েভে ক্ষেপণাস্ত্র হামলার পর আইআরজিসির জনসংযোগ বিভাগ নিম্নলিখিত বিবৃতি জারি করেছে:

অপারেশন ট্রু প্রমিজ-থ্রি -এর ২০তম ধাপ শুরু হয়েছে কঠিন ও তরল জ্বালানিবাহী ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে।

এই অভিযানে, আইআরজিসির মহাকাশ নিয়ন্ত্রিত তৃতীয় প্রজন্মের ‘খাইবার-শেকান’ মাল্টিপল-ওয়ারহেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে, যা আরও নতুন, বিস্ময়কর, নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, ধ্বংসাত্মক এবং কার্যকর। 

এই ধাপে ইসরাইলের জীবাণু গবেষণা কেন্দ্র, বিকল্প কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বেন-গুরিয়ন বিমানবন্দরে গাইডেড মিসাইল আঘাত হানে, যা আঘাত করার সময় ওয়ারহেডগুলোকে চালনা করতে সক্ষম এবং এগুলো বিভিন্ন ধরণের উচ্চ-বিস্ফোরক এবং ধ্বংসাত্মক ওয়ারহেড দিয়ে সজ্জিত।

এবার, সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার পর সাইরেন বেজে উঠে, যা শত্রুকে দিকবিদিক শূন্য করে দিয়েছে। আমরা এও ঘোষণা করছি যে এই পবিত্র প্রতিরক্ষায় ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষমতার প্রধান অংশগুলো এখনও ব্যবহার করা হয়নি।#

পার্সটুডে/এমআরএইচ/এমএআর/২২