ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রকে 'প্রকাশ্যে নির্দেশ' দিচ্ছেন নেতানিয়াহু : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে তার সরকারের সর্বশেষ আগ্রাসী যুদ্ধের মাধ্যমে কোনো লক্ষ্য অর্জন করতে পারেন নি।
আব্বাস আরাকচি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সাথে আলোচনায় আমেরিকার কী বলা উচিত বা করা উচিত নয় তা 'প্রকাশ্যে নির্দেশ' দিচ্ছেন যদিও ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের সময় তার ব্যর্থতা রয়েছে।
ইরানকে তার ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪৮০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বলে নেতানিয়াহুর দাবির প্রতিক্রিয়ায় তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই মন্তব্য করেছেন। আরাকচি 'একজন যুদ্ধাপরাধীর' কাছ থেকে ইরানের পরামর্শ গ্রহণ করা আশা করাকে অযৌক্তিক বলে বর্ণনা করেছেন।
তিনি জোর দিয়ে বলেছেন যে ৪০ বছরেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণ পারমাণবিক অগ্রগতিকে দুর্বল করার নেতানিয়াহুর আকাঙ্ক্ষা অবাস্তব। তিনি উল্লেখ করেছেন যে ভাড়াটেদের হাতে নিহত ডজন ডজন ইরানি বিজ্ঞানীর প্রত্যেকেই ১০০ জনেরও বেশি দক্ষ উত্তরসূরিকে প্রশিক্ষণ দিয়েছেন, যারা নেতানিয়াহুর কাছে তাদের ক্ষমতা প্রদর্শন করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'কিন্তু তার অহংকার এখানেই শেষ নয়। ইরানে তার যুদ্ধের লক্ষ্য অর্জনে শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ার পর এবং আমাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো যখন গোপন ইসরায়েলি স্থানগুলো লক্ষ্য করেছে যা নেতানিয়াহু এখনো সেন্সর করছেন – তখন সে তা 'বাবা'র দিকে ফিরে যেতে বাধ্য হওয়ার পর তিনি এখন প্রকাশ্যে নির্দেশ দিচ্ছেন যে ইরানের সাথে আলোচনায় আমেরিকার কী বলা উচিত বা কী করা উচিত নয়।'
১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক স্পষ্ট এবং অপ্রীতিকর আগ্রাসন শুরু করে, অনেক উচ্চপদস্থ সামরিক কমান্ডার,পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিককে হত্যা করে।#
পার্সটুডে/এমবিএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।