আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ইরানের শিক্ষার্থীদের ৬ পদক জয়
https://parstoday.ir/bn/news/iran-i150500
পার্সটুডে :  ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিক্ষার্থীরা ৬টি পদক জিতেছে। অস্ট্রেলিয়ায় ২০২৫ সালের গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
(last modified 2025-07-19T12:11:45+00:00 )
জুলাই ১৯, ২০২৫ ১৬:৪০ Asia/Dhaka
  • দু\\\\\\\'টি স্বর্ণ, তিনটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক অর্জন করে ইরানের শিক্ষার্থীরা
    দু\\\\\\\'টি স্বর্ণ, তিনটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক অর্জন করে ইরানের শিক্ষার্থীরা

পার্সটুডে :  ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিক্ষার্থীরা ৬টি পদক জিতেছে। অস্ট্রেলিয়ায় ২০২৫ সালের গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

পার্সটুডে'র শনিবারের রিপোর্ট অনুযায়ী, ইরানের জাতীয় গণিত অলিম্পিয়াড দল এই প্রতিযোগিতায় দু'টি স্বর্ণ, তিনটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক অর্জন করে।

এই অলিম্পিয়াডে ইরানের শিক্ষার্থীদের মধ্যে মাহদি আগাজানলু ও বারদিয়া খোশ-ইকবাল স্বর্ণপদক জেতেন। মোহাম্মদ সাজ্জাদ মেমারি, মোহাম্মদরেজা আত্তারানজাদেহ ও আমিরহোসেন জারেয়ি রৌপ্যপদক এবং পারসিয়া তাজালাই ব্রোঞ্জপদক লাভ করেন।

এর কয়েক দিন আগেই ইরানের এই ছয় সদস্যবিশিষ্ট দল চীনে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতামূলক অলিম্পিয়াড প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেয়। সেখানে বিশ্বের ৩২টি অংশগ্রহণকারী দেশের মধ্যে তারা কাজাখস্তানের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করে, যা এই তরুণদের বৈশ্বিক পর্যায়ে প্রতিভার এক অনন্য স্বীকৃতি।#

পার্সটুডে/এমএআর/১৯