বিশ্ব টেনিস ট্যুরে রানারআপ হলেন ইরানি খেলোয়াড়
https://parstoday.ir/bn/news/iran-i150568-বিশ্ব_টেনিস_ট্যুরে_রানারআপ_হলেন_ইরানি_খেলোয়াড়
পার্সটুডে- স্লোভেনিয়ায় ১৫ হাজার ডলারের টেনিস বিশ্ব ট্যুরে রানারআপ হয়েছেন ইরানি খেলোয়াড় কাসরা রাহমানি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২১, ২০২৫ ১৭:৫৯ Asia/Dhaka
  • কাসরা রাহমানি
    কাসরা রাহমানি

পার্সটুডে- স্লোভেনিয়ায় ১৫ হাজার ডলারের টেনিস বিশ্ব ট্যুরে রানারআপ হয়েছেন ইরানি খেলোয়াড় কাসরা রাহমানি।

বিভিন্ন দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে স্লোভেনিয়ায় ১৫ হাজার ডলারের টেনিস বিশ্ব ট্যুর অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার ফাইনালে ইরানের প্রতিনিধি কাসরা রাহমানি মুখোমুখি হন বেলজিয়ামের এমিলিন দ্যমান্ত-এর সঙ্গে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রাহমানি ফাইনালে পরাজিত হন। শিরোপার খুব কাছাকাছি পৌঁছালেও চ্যাম্পিয়ন হতে পারেন নি। তবে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন।

কাসরা রাহমানি এই টুর্নামেন্টে খেলেছেন বাছাই পর্ব থেকেই। তিনি একে একে স্লোভেনিয়া, ইতালি, চেক প্রজাতন্ত্র ও ফ্রান্সের প্রতিযোগীদের হারিয়ে চূড়ান্ত পর্বে পৌঁছান, যা তার দক্ষতা ও মনোবলের উজ্জ্বল দৃষ্টান্ত।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।