আমেরিকার সঙ্গে ইরানের সংঘাত অনিবার্য হয়ে উঠেছে: লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i15082-আমেরিকার_সঙ্গে_ইরানের_সংঘাত_অনিবার্য_হয়ে_উঠেছে_লারিজানি
ইরানের স্বার্থের বিরুদ্ধে আমেরিকা যে ‘ক্ষতিকর’ ব্যবস্থা নিয়েছে তার পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে ইরানের সংঘাত অনিবার্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু রাখতে সংশ্লিষ্ট পরমাণু কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২০, ২০১৬ ১৭:৩২ Asia/Dhaka
  • ইরানের সংসদ স্পীকার আলী লারিজানি
    ইরানের সংসদ স্পীকার আলী লারিজানি

ইরানের স্বার্থের বিরুদ্ধে আমেরিকা যে ‘ক্ষতিকর’ ব্যবস্থা নিয়েছে তার পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে ইরানের সংঘাত অনিবার্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি। তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু রাখতে সংশ্লিষ্ট পরমাণু কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং আমেরিকার রাজনীতিকরা ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা বিরোধী যেসব কর্মকাণ্ড চালাচ্ছেন তার প্রতিক্রিয়ায় লারিজানি আজ (বুধবার) এসব মন্তব্য করেন।  

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাশ্চাত্যের সঙ্গে দেশটির ‘পরমাণু সমঝোতার প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়’ বলে সম্প্রতি বান কি মুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক প্রতিবেদনে দাবি করেছেন। সেখানে ইরানের প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে। এছাড়া, প্রতিবেদনে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়বে বলে দাবি করা হয়। 

এ সম্পর্কে লারিজানি বলেন, 'ইরানের সংসদ জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদনকে অত্যন্ত দুঃখজনক হিসেবে আখ্যায়িত করছে। মার্কিন প্রশাসন, প্রতিনিধি পরিষদ এবং সিনেটের পরমাণু সমঝোতা বিরোধী ক্ষতিকর কর্মকাণ্ড এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমেরিকার সঙ্গে সংঘাতে যাওয়া ছাড়া ইরানের সামনে আর কোনো পথ খোলা নেই।'

পরমাণু সমঝোতা প্রসঙ্গে লারিজানি বলেন, একদিকে বান কি মুন তার প্রতিবেদনে বলছেন, সমঝোতা বাস্তবায়নে ইরানের পদক্ষেপগুলো আশাব্যঞ্জক।  কিন্তু অন্যদিকে পাশ্চাত্য এ সমঝোতা বাস্তবায়ন না করায় ইরান যে উদ্বেগ ও অভিযোগ জানিয়েছে সে  বিষয়ে তিনি কিছু উল্লেখ করেন নি।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২০