ইরানের বিরুদ্ধে তিন ইউরোপীয় দেশের খেলার নিয়ম কে নির্ধারণ করে?
https://parstoday.ir/bn/news/iran-i151516-ইরানের_বিরুদ্ধে_তিন_ইউরোপীয়_দেশের_খেলার_নিয়ম_কে_নির্ধারণ_করে
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইরানের বিরুদ্ধে বাতিল করা প্রস্তাবগুলো পুনরুদ্ধার করার জন্য তিন ইউরোপীয় দেশের পদক্ষেপ পরমাণু সমঝোতার অঙ্গিকার লঙ্ঘনকারী পক্ষের আদেশ অনুসরণ করছে।
(last modified 2025-08-30T12:30:51+00:00 )
আগস্ট ২৯, ২০২৫ ১৮:১৭ Asia/Dhaka
  • ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে JCPOA থেকে বেরিয়ে যায়
    ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র একতরফাভাবে JCPOA থেকে বেরিয়ে যায়

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইরানের বিরুদ্ধে বাতিল করা প্রস্তাবগুলো পুনরুদ্ধার করার জন্য তিন ইউরোপীয় দেশের পদক্ষেপ পরমাণু সমঝোতার অঙ্গিকার লঙ্ঘনকারী পক্ষের আদেশ অনুসরণ করছে।

JCPOA-এর সদস্য তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি (ইউরোপীয় ত্রোয়িকা) বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনার জন্য স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাব পাঠিয়েছে। তিন ইউরোপীয় দেশ, যারা এখনও তাদের JCPOA'র প্রতিশ্রুতি পূরণ করে নি, তারা বলেছে আগামী ৩০ দিনের মধ্যে ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। ওই অঅলোচনা নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনার প্রক্রিয়া বন্ধ করতে পারে। ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি শুক্রবার এক্স-নেটওয়ার্কে এক বার্তায় "আলোচনাকারী পক্ষ" হিসেবে তিন ইউরোপীয় দেশের স্বাধীনতা এবং "বিশ্বাসযোগ্যতা" নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন:

ইরানের বিরুদ্ধে বাতিল হওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব পুনরুদ্ধারের জন্য এই তিন ইউরোপীয় দেশের পদক্ষেপ "বিশ্বাসযোগ্য আলোচনার অংশীদারদের" নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার ধারণার ব্যাখ্যা। যেখানে বল প্রয়োগ করে অধিকার তৈরি হয় এবং "বড় লঙ্ঘনকারী" খেলার নিয়ম নির্ধারণ করে।

তিনি আরও বলেন: ইরানের বিরুদ্ধে বাতিল হওয়া নিরাপত্তা পরিষদের প্রস্তাব পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করার জন্য তিন ইউরোপীয় দেশের সিদ্ধান্ত কোনও আইনি বাধ্যবাধকতার কারণে নয় বা যুক্তিসঙ্গত মূল্যায়নের ভিত্তিতে নয়; বরং, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ২৮ আগস্ট তারিখে এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বীকার করেছেন, যে দলটি JCPOA-তে অংশ নেয় না তারাই JCPOA-এর সবচেয়ে বড় লঙ্ঘনকারী এবং ধ্বংসকারী এবং ২০১৮ সালে JCPOA থেকে একতরফাভাবে প্রত্যাহার করে নেয়, যার ফলে আজও অনাকাঙ্ক্ষিত ঘটনার ধারাবাহিকতা রয়েছে। ৪ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে রাষ্ট্রপতির স্মারকলিপি নং ২ অনুসারে মার্কিন রাষ্ট্রপতির নির্দেশের ভিত্তিতে ওই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। বাকায়ে তার বার্তায় হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউরোপীয় নেতাদের সাম্প্রতিক বৈঠকের নিম্নলিখিত ছবিটি সংযুক্ত করেছেন। অনেক রাজনৈতিক বিশেষজ্ঞের মতে, তাদের প্রতি ট্রাম্পের অবজ্ঞাপূর্ণ আচরণের চিত্র তুলে ধরে।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।