ইমাম খামেনীর চিন্তাভাবনা | আমেরিকা আলোচনা চায় না, চায় জবরদস্তি করতে
https://parstoday.ir/bn/news/iran-i152336-ইমাম_খামেনীর_চিন্তাভাবনা_আমেরিকা_আলোচনা_চায়_না_চায়_জবরদস্তি_করতে
পার্সটুডে-ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরানি জনগণের উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণ দেন।
(last modified 2025-09-25T12:26:52+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১৮:২০ Asia/Dhaka
  • ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী
    ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী

পার্সটুডে-ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরানি জনগণের উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণ দেন।

ভাষণে তিনি বলেছেন: আমেরিকার দাবি আলোচনা নয়, জোর-জবরদস্তি-কোনও সম্মানিত জাতি এবং কোনও বিজ্ঞ রাজনীতিবিদ এটি মেনে নেবে না।

KHAMENEI.IR-এর উদ্ধৃতি দিয়ে পার্সটুডে আরও জানায়, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে, ইরানি জনগণের উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণ দেন। ওই ভাষণে তিনি বলেন, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী আমেরিকার সাথে আলোচনার বিষয়ে জোর দিয়ে বলেন: বর্তমান পরিস্থিতিতে, আলোচনার ফলাফল শুরু থেকেই আমেরিকা দ্বারা নির্ধারিত এবং নির্দেশিত, সে কারণে তা অকেজো এবং ক্ষতিকারক। কারণ এই আলোচনা অত্যাচারী শত্রুকে আরও বেশি লোভী করে তোলে এবং আমাদের কোনো ক্ষতিও রোধ করে না। কোনও সম্মানিত জাতি এবং জ্ঞানী রাজনীতিবিদ এ ধরনের আলোচনা গ্রহণ করবে না।

আমেরিকার সাথে আলোচনার অসারতা ব্যাখ্যা করে তিনি আরও বলেন: আমেরিকা তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে আলোচনার ফলাফল আগে থেকেই নির্ধারণ করে রেখেছে এবং ঘোষণা করেছে যে তারা এমন আলোচনা চায় যার ফলে "ইরানের অভ্যন্তরে পরমাণু কার্যক্রম এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত হয়। ইসলামী বিপ্লবের নেতা এই ধরনের আলোচনার টেবিলে বসাকে অন্য পক্ষের নির্দেশ চাপিয়ে দেওয়া এবং হুমকি মেনে নেওয়ার নামান্তর বলে অভিহিত করেছেন। সর্বোচ্চ নেতা আরও বলেছেন: এখন ট্রাম্প বলেছেন যে সমৃদ্ধকরণ স্থগিত করা উচিত, কিন্তু তার সহকারী কয়েকদিন আগে বলেছিলেন যে ইরানের মাঝারি এবং স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র থাকা উচিত নয়, যার অর্থ ইরানের হাত এতটাই বাঁধা এবং খালি থাকা উচিত যেন তাদের ওপর আক্রমণ করা হলে তারা ইরাক বা অন্য কোথাও আমেরিকার ঘাঁটি টার্গেট করে প্রতিক্রিয়া জানাতে না পারে।

ইমাম খামেনেয়ী জোর দিয়ে বলেছেন: ইরানের অগ্রগতির প্রতিকার হল শক্তিশালী হওয়া; আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে। সামরিক, বৈজ্ঞানিক, সরকারী, কাঠামোগত এবং সাংগঠনিক দিকগুলোকে শক্তিশালী করা প্রয়োজন। অন্য পক্ষ যদি দেখে যে তারা শক্তিশালী, তবে তারা হুমকিও দেবে না। আমার মতে, অন্য কোনো উপায় নেই।

আমেরিকা মিথ্যা বিবৃতি চাপিয়ে দেওয়ার জন্য আলোচনা করতে চায়

ইসলামী বিপ্লবের নেতা পবিত্র কুরআনের এক সমাবেশে আরও উল্লেখ করেছেন: আমেরিকানরা ক্রমাগত আলোচনার কথা উল্লেখ করে এবং আমরা ইরানের সাথে সরাসরি আলোচনা এ জাতীয় বিবৃতির জন্য প্রস্তুত। আমেরিকা যে সত্য বিবৃতি গ্রহণ করার আগে আলোচনা করতে চায় এমনটি নয়; বরং তারা মিথ্যা বিবৃতি চাপিয়ে দেওয়ার জন্য আলোচনা করতে চায়! তাদের কাজ মোটেও এরকম না, কিংবা এমনও নয় যে তারা সত্য বিবৃতি শুনে, স্বীকৃতি দেবে এবং মেনে নেবে।

আমেরিকার সর্বোচ্চ চাপ ব্যর্থ হয়েছে

ইমাম খামেনেয়ী জাতির উদ্দেশ্যে দেওয়া তাঁর নওরোজের এক ভাষণে আরও বলেছিলেন: আমেরিকানদের জানা উচিত যে সর্বাধিক চাপ প্রয়োগের কৌশল এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং যদি আমেরিকা এখন থেকে সর্বাধিক চাপ প্রয়োগ করতে চায়, তবে তারাও ব্যর্থ হবে।

আমেরিকার সাথে আলোচনা নিষ্ফল

ঈদুল আযহা উপলক্ষে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ইসলামী বিপ্লবের নেতা জোর দিয়ে বলেছেন: যখন আমেরিকানরা বলে, "আসুন আলোচনা করি," এর অর্থ হল আপনি আলোচনার টেবিলে আসেন এবং আমরা আপনাকে বলতে চাই যে আপনার ক্ষেপণাস্ত্র তৈরি করা উচিত নয় এবং আপনাকে অবশ্যই এটি মেনে নিতে হবে। যদি তুমি মেনে নাও, তার মানে তুমি নিজেকে অরক্ষিত করে ফেলেছো; যদি তুমি মেনে নাও, তাহলে সেটা একই স্যুপ এবং একই বাটি; আবার, লড়াই, আবার, নিষেধাজ্ঞা, আবার, হুমকি; আলোচনার অর্থ এটাই; আমি যে কারণে বলছি যে আমরা আমেরিকার সাথে আলোচনা করব না তা হলো এই আলোচনা নিষ্ফল; অবশ্যই, আলোচনা থেকে আমেরিকা লাভবান হয়।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।