ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি: ইসরায়েলি দখলদারিত্ব রুখে দিতে প্রতিরোধই জবাব
https://parstoday.ir/bn/news/iran-i152414-ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়ের_বিবৃতি_ইসরায়েলি_দখলদারিত্ব_রুখে_দিতে_প্রতিরোধই_জবাব
পার্সটুডে-লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের প্রথম বার্ষিকীতে এক বিবৃতি জারি করে এই সন্ত্রাসী অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এটিকে জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন এবং একটি স্বাধীন দেশে হামলা চালানো রাষ্ট্রীয় সন্ত্রাসের উদাহরণ বলে অভিহিত করেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১০:২৪ Asia/Dhaka
  • ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

পার্সটুডে-লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের প্রথম বার্ষিকীতে এক বিবৃতি জারি করে এই সন্ত্রাসী অপরাধের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এটিকে জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন এবং একটি স্বাধীন দেশে হামলা চালানো রাষ্ট্রীয় সন্ত্রাসের উদাহরণ বলে অভিহিত করেছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বলেছে,  এই সন্ত্রাসী অপরাধ কেবল আন্তর্জাতিক নিয়ম এবং জাতিসংঘের সনদের চরম লঙ্ঘনই ছিল না, বরং জাতিসংঘের একটি স্বাধীন সদস্য রাষ্ট্রকে আক্রমণ করার জন্য সন্ত্রাস ও হত্যারও একটি স্পষ্ট উদাহরণ ছিল। নিঃসন্দেহে, এই অপরাধের জন্য ইহুদিবাদী অপরাধীদের শাস্তি দাবি করা এই অঞ্চলের দেশগুলো এবং মুক্ত জনগণের চিরন্তন দাবি হয়ে থাকবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে,  আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধের নেতৃত্ব দেওয়ার তিন দশক ধরে শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ লেবাননের কর্তৃত্ব বৃদ্ধি এবং বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে এর প্রতিরোধ প্রতিষ্ঠায় নির্ণায়ক ভূমিকা পালন করেছেন। আজ, সেই অপরাধের এক বছর পর এটা আগের চেয়েও স্পষ্ট যে "বৃহত্তর ইসরায়েল" এর মতো পরিকল্পনার আকারে ইহুদিবাদী সরকারের সম্প্রসারণবাদী এবং দখলদার নীতি সমগ্র অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি এবং এই বাস্তবতা এই অঞ্চলের জাতিসমূহ এবং বিশ্বের জনমতের কাছে প্রতিরোধের মূল্য এবং প্রয়োজনীয়তাকে আগের চেয়েও বেশি প্রকাশ করেছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শহীদ নাসরাল্লাহ এবং শহীদ সাইয়্যেদ হাশেম সাফি আল-দীন এবং প্রতিরোধের অন্যান্য সঙ্গীদের স্মৃতি ও পথের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবারও এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং ইহুদিবাদী সরকারের আধিপত্য ও আগ্রাসনের হুমকি মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার জন্য প্রতিটি সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।

ইসলামি প্রজাতন্ত্র ইরান সর্বদা লেবাননের একজন শক্তিশালী এবং সম্মানজনক সমর্থক এবং আশা করা যায় যে এই অঞ্চলের সমস্ত দেশ, সম্প্রসারণবাদী এবং অবৈধ ইহুদিবাদী শাসনের ক্রমবর্ধমান বিপদ বুঝতে পেরে লেবাননের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করবে এবং দেশের জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করে স্থিতিশীলতা বজায় রাখার এবং জাতীয় কর্তৃত্বকে শক্তিশালী করার পথে লেবাননকে সহায়তা করবে।#
 

পার্সটুডে/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।