পশ্চিম এশিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে ইউরোপীয়রা নিজেদের সমস্যার সমাধান করতে পারবে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i152716-পশ্চিম_এশিয়ায়_হস্তক্ষেপের_মাধ্যমে_ইউরোপীয়রা_নিজেদের_সমস্যার_সমাধান_করতে_পারবে_না_ইরান
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যৌথ বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে উত্থাপিত হস্তক্ষেপমূলক ও ভিত্তিহীন দাবিগুলোকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন।
(last modified 2025-10-07T14:07:19+00:00 )
অক্টোবর ০৭, ২০২৫ ১৫:২৬ Asia/Dhaka
  • বাকায়ি
    বাকায়ি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যৌথ বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে উত্থাপিত হস্তক্ষেপমূলক ও ভিত্তিহীন দাবিগুলোকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, ওই যৌথ বিবৃতিতে ইরানের তিনটি দ্বীপ—তুম্বে বুযুর্গ, তুম্বে কুচাক ও বুমুসা—সম্পর্কে সংযুক্ত আরব আমিরাত যে ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি করেছে এবং ইরানের প্রতিরক্ষা ও পারমাণবিক বিষয়ে যেসব অযাচিত মন্তব্য করা হয়েছে তার সবই অগ্রহণযোগ্য ও হস্তক্ষেপমূলক।

পার্সটুডে'র প্রতিবেদন আরও বলা হয়, বাকায়ি জোর দিয়ে বলেন, এই তিনটি দ্বীপের ওপর ইরানের সার্বভৌমত্ব ও মালিকানা চিরকালই অব্যাহত থাকবে, কারণ এগুলো ইরানের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, রাজনৈতিক বিবৃতিতে পুনরাবৃত্তি করা ভিত্তিহীন দাবির কোনো আইনগত মূল্য নেই এবং তা ভূগোল ও ইতিহাসের বাস্তবতা পরিবর্তন করতে পারে না।

ইরানের মুখপাত্র ইউরোপে অবস্থানরত ইরানি নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইউরোপীয় ও বহিরাগত পক্ষগুলোর অবৈধ হস্তক্ষেপ ও বিভাজনমূলক আচরণ নিন্দনীয়।

তিনি পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলের প্রতিবেশী দেশগুলোকে এই পরামর্শ দেন যে, তারা যেন ইরানের ভৌগোলিক অখণ্ডতা-বিরোধী পুরোনো অভিযোগের পুনরাবৃত্তি না করে।

বাকায়ি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ বিশেষ করে জার্মানি ও ফ্রান্স, একদিকে ইসরায়েলের গণহত্যামূলক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা করছে, অন্যদিকে নিজেদের রাজনৈতিক স্বার্থকে পুরো ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপিয়ে দিচ্ছে। তার মতে, পারস্য উপসাগর ও ওমান সাগরের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ ইউরোপের নিজস্ব সংকট সমাধানে কোনো সহায়তা করে না বরং তাদের কপট ও বিভাজনমূলক নীতির প্রতিফলন ঘটায়।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।