ভারতীয় আলেম: ইসলামের নবীর (সা) অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন
https://parstoday.ir/bn/news/iran-i153014-ভারতীয়_আলেম_ইসলামের_নবীর_(সা)_অবমাননাকারীদের_বিরুদ্ধে_ব্যবস্থা_নিন
পার্স টুডে - পশ্চিম ইরানের উরুমিয়া শহরের সুন্নি জুমার নামাজের ইমাম পশ্চিমা দেশগুলোর মোকাবেলায় মুসলিম উম্মাহর সক্রিয় প্রতিরোধ এবং বুদ্ধিদীপ্ত আন্তঃক্রিয়ার উপর জোর দিয়েছেন।
(last modified 2025-11-16T11:42:52+00:00 )
অক্টোবর ১৪, ২০২৫ ১৯:২৯ Asia/Dhaka
  • ইরানের উরুমিয়ার সুন্নি জুমা নামাজের ইমাম মমুস্তা মমেদ কোলশিনেজাদ
    ইরানের উরুমিয়ার সুন্নি জুমা নামাজের ইমাম মমুস্তা মমেদ কোলশিনেজাদ

পার্স টুডে - পশ্চিম ইরানের উরুমিয়া শহরের সুন্নি জুমার নামাজের ইমাম পশ্চিমা দেশগুলোর মোকাবেলায় মুসলিম উম্মাহর সক্রিয় প্রতিরোধ এবং বুদ্ধিদীপ্ত আন্তঃক্রিয়ার উপর জোর দিয়েছেন।

ইরানের উরুমিয়ার সুন্নি জুমা নামাজের ইমাম মমুস্তা মমেদ কোলশিনেজাদ, পশ্চিমা দেশগুলোর সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তোলা এবং বুদ্ধিমত্তার সাথে নিজেদের মধ্যে যোগাযোগ করা ও আন্তঃক্রিয়া রাখাটা বিশ্বজুড়ে মুসলমানদের জন্য খুব জরুরি বলে মনে করেন। তিনি বলেছেন: "পশ্চিমারা সাংস্কৃতিক আধিপত্য চাপিয়ে দিতে চায় এবং জাতিগুলোর মানসিকতার ধরণ পরিবর্তন করতে চায়।"

তিনি বলেছেন যে আজকের শত্রুরা নরম যুদ্ধ, তথ্য ব্যবস্থাপনা, ভোগবাদী জীবনধারা আরোপের মাধ্যমে ইসলামী জাতিগুলোর মূল্যবোধ এবং সাংস্কৃতিক সংহতিকে দুর্বল করার চেষ্টা করছে। অভিজাত শিক্ষিত শ্রেণী এবং শিক্ষাবিদদের উচিত এইসব বিষয়কে সঠিকভাবে বুঝতে ও চিনতে পারা এবং বুদ্ধিমত্তার সাথে ইসলামী সমাজের কাছে ব্যাখ্যা করা। "কোলশিনেজাদ" আরও বলেন: "পশ্চিমা সমাজ এমন একটি সভ্যতার প্রতিনিধিত্ব করে যা তার বস্তুগত শক্তি থাকা সত্ত্বেও, শূন্যতা এবং অভ্যন্তরীণ সংকটে ভুগছে।"
 

মহানবী মুহাম্মদ (সা.)'র প্রতি বিজেপির সিনিয়র সদস্যের অবমাননার ঘটনায় ভারতীয় মুসলিমদের তীব্র প্রতিক্রিয়া

 এদিকে, ভারতীয় বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সৈয়দ নিসার হুসাইন হায়দার এক বিবৃতিতে বিজেপির সিনিয়র সদস্য ও এমপি রাজা সিং-এর সাম্প্রতিক ইসলাম-বিদ্বেষী তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছেন। রাজা সিং মহনবী মুহাম্মদ (সা.)-এর পবিত্রতার প্রতি অবমাননা করেছেন।

তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে, কোনও বিলম্ব ছাড়াই এই ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধান্তমূলক এবং প্রতিরোধমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক।

ভারতীয় এই আলেম আরও বলেছেন: "ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে রাজা সিং-এর ঘৃণ্য ও উস্কানিমূলক বক্তব্য নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক দিনগুলোতে, করুণা ও দয়ার নবীর উজ্জ্বল ইমেজের  বিরুদ্ধে রাজা সিং  তার কুৎসিত ও অবমাননাকর বক্তব্যের মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমান এবং সমস্ত স্বাধীন ও ন্যায়বিচারপ্রেমী মানুষের হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছেন।"

 রাজা সিংয়ের এই ধরনের অবমাননাকর আচরণেগভীর দুঃখ প্রকাশ করে, হুজ্জাতুল ইসলাম সৈয়দ নিসার হুসাইন হায়দার জোর দিয়ে বলেন যে ভারত সরকারকে এই ধরনের অবমাননার বিরুদ্ধে আইনি, সিদ্ধান্তমূলক এবং শিক্ষণীয় ব্যবস্থা নিতে হবে, যাতে কোনও ব্যক্তি বা গোষ্ঠী ইসলামী পবিত্রতা এবং ঐশী ব্যক্তিত্বদের অসম্মান করার সাহস না করে।

তিনি আরও বলেছেন যে, এ জাতীয় কর্মকাণ্ডকে গুরুত্ব সহকারে মোকাবিলা করা কেবল ধর্মীয় মূল্যবোধের পবিত্রতা ও মর্যাদা রক্ষার জন্যই নয়, একইসঙ্গে তেলেঙ্গানা রাজ্যে শান্তি বজায় রাখা, শান্তিপূর্ণ সহাবস্থান জোরদার করা এবং সামাজিক ঐক্য ও নিরাপত্তা সুসংহত করার জন্যও একটি জরুরি ও অপরিহার্য কার্যকর পদক্ষেপ।

পার্স টুডে/এমএএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।