জান্নাত কোথা থেকে শুরু হয়? উত্তর দিয়েছেন নবীনন্দিনী ফাতিমা (সা.)
- 
					
									ইরানি অভিনেতা সিনা মেহরাদ তার মায়ের হাতে চুমু খাচ্ছেন  
পার্সটুডে: আমরা সবাই জীবনে স্বপ্ন পূরণের জন্য নানা কষ্ট করি, দূর–দূরান্তে ছুটে বেড়াই। কিন্তু অনেক সময় স্বর্গ বা জান্নাত আসলে আমাদের একদম কাছেই থাকে- সেই মানুষের পায়ের নিচে, যিনি নিঃস্বার্থভাবে, ভালোবাসা দিয়ে বছরের পর বছর আমাদের জন্য ত্যাগ করে চলেছেন- তিনি হচ্ছেন 'মা'।
ইসলামে মায়ের প্রতি ভালোবাসা ও সম্মান শুধু পারিবারিক দায়িত্ব নয়; এটি একটি বড় ইবাদত এবং নৈতিকতার অংশ। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর কন্যা হযরত ফাতিমা (সা.) এ বিষয়ে বলেছেন:
“সবসময় মায়ের সেবায় থাকো, কারণ জান্নাত মায়ের পদতলে। এর ফল হবে জান্নাতের অফুরন্ত নেয়ামত।”
এই বাণীটি শুধু একটি উপদেশ নয়, বরং এটি জীবনের একটি শিক্ষা—কীভাবে শান্তি ও ভালোবাসার পথে চলতে হয়। মায়ের সেবা মানে তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও যত্ন দেখানো; মানে প্রতিদিন একটু একটু করে জান্নাতের কাছাকাছি যাওয়া।
মা এমন একজন, যিনি ক্লান্ত থাকলেও সন্তানের জন্য দোয়া করেন, কষ্টের মধ্যেও হাসেন। তাই জান্নাত তাঁর পদতলে। কারণ তাঁর নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ আমাদের আকাশের কাছাকাছি নিয়ে যায়।
ইসলামে ইবাদত আর নৈতিকতা একে অপরের সঙ্গে যুক্ত। মায়ের সেবা এমন এক ইবাদত, যার ঘ্রাণেই জান্নাতের অনুভূতি পাওয়া যায়। এই হাদীস আমাদের মনে করিয়ে দেয়—জান্নাত সবসময় আকাশে নয়; কখনও কখনও তা সেই মাটিতেই থাকে, যেখানে তোমার মায়ের পা পড়েছে।
মূল হাদীস:
“মায়ের পায়ের কাছে থেকো, কারণ জান্নাত তাঁর পদতলে; মায়ের সঙ্গে থেকো, সেখানেই জান্নাত।”
(কানযুল উম্মাল, খণ্ড ১৬, পৃষ্ঠা ৪৬২, হাদীস ৪৫৪৪৩)
পার্সটুডে/এমএআর/২৯