ক্রীড়াঙ্গনে ইরানি নারীদের ব্যাপক সাফল্য: ১ বছরে ৮৬৮ আন্তর্জাতিক পদক অর্জন
-
ক্রীড়াঙ্গনে ইরানি নারীদের ব্যাপক সাফল্য: ১ বছরে ৮৬৮ আন্তর্জাতিক পদক অর্জন
পার্সটুডে- ইরানের ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দুনিয়ামালি ক্রীড়াঙ্গনে নারীদের সাফল্যের প্রশংসা করে বলেছেন- গত এক বছরে ৩০৭টিরও বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় নারী টিম অংশগ্রহণ হয়েছে এবং ইরানি নারীরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় মোট ৮৬৮টি পদক অর্জন করেছেন, যার মধ্যে ১৪০টিই ছিল স্বর্ণপদক।
ইরানের সংসদের প্রকাশ্য অধিবেশনে ক্রীড়া ও যুবমন্ত্রী তার মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি নারী ক্রীড়াবিদদের এই উল্লেখযোগ্য অর্জনকে ইরানি নারীদের অদম্য মনোবল ও পরিশ্রমের প্রতীক বলে অভিহিত করেন এবং তাদের অভিনন্দন জানান।
দুনিয়ামালি আরও জানান, দেশের সাড়ে ১১ হাজার ক্রীড়া স্থাপনা “সাদাক” নামের নিবন্ধন ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া সংবিধানের ৪৪ নম্বর ধারা বাস্তবায়নের অংশ হিসেবে পার্সেপোলিস ও এস্তেগলাল ক্লাবের শেয়ারের বড় অংশই হস্তান্তর করা হয়েছে এবং ক্রীড়া সম্পদের কার্যকর ব্যবহার ও আয়বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ক্রীড়া কূটনীতির ক্ষেত্রে ইরান এখন পর্যন্ত ১,৩৬০টি আন্তর্জাতিক পদে আসীন হয়েছে এবং প্রায় ১,৯০০ জন ইরানি রেফারি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এছাড়া, প্রায় ২২০ জন ইরানি খেলোয়াড় বিভিন্ন বিদেশি ক্লাবে সক্রিয়ভাবে খেলছেন।
মন্ত্রণালয়ের সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া বিষয়ে ইমাম খোমেনি (রহ.) এবং বর্তমান সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশ্লেষণধর্মী গ্রন্থ প্রণয়ন ও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি “ফেয়ার প্লে চ্যানেল” নামে একটি নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা বর্তমানে ফুটবল ফেডারেশনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।