শত্রুদের অপকৌশল ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে: জেনারেল মুসাভি
-
আবদুর রহিম মুসাভি
পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, শত্রুরা তাদের মিডিয়ার সাম্রাজ্যের মাধ্যমে ইরানের কিছু মানুষের উপর প্রভাব ফেলছে এবং সত্যকে বিকৃতভাবে উপস্থাপন করছে। ঘটনাগুলো যথাযথভাবে ব্যাখ্যা করে শত্রুদের চালাকি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তেহরানে 'পবিত্র প্রতিরক্ষা ও প্রতিরোধের মূল্যবোধ সংরক্ষণ ও প্রচার ফাউন্ডেশন'-এর জাতীয় সম্মেলনের পাশাপাশি এক আলোচনায় লেফটেন্যান্ট জেনারেল মুসাভি এই ফাউন্ডেশনকে 'একটি অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান' হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, দেশকে ইসলামী বিপ্লবের লক্ষ্য ও আদর্শের দিকে এগিয়ে নিতে এই ফাউন্ডেশনের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
সশস্ত্র বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা জোর দিয়ে বলেন, "নরম যুদ্ধের এই যুগে, শত্রুপক্ষ তাদের বিশাল মিডিয়া নেটওয়ার্ক ও জ্ঞানভিত্তিক যুদ্ধ কৌশলের মাধ্যমে আমাদের সমাজের কিছু অংশে বিভ্রান্তি সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তারা ইতিহাস ও বর্তমান ঘটনাকে অস্বীকার করে বিকৃত তথ্য ছড়াচ্ছে।"
তিনি উল্লেখ করেন, "পবিত্র প্রতিরক্ষা ও প্রতিরোধের মূল্যবোধ সংরক্ষণ ও প্রচার ফাউন্ডেশন"-এর মতো প্রতিষ্ঠানগুলোরই এ ধরনের অপতৎপরতা ও অপরাধমূলক শত্রুতার মোকাবিলা করার সক্ষমতা রয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল মুসাভি আরও বলেন, "জ্ঞানভিত্তিক যুদ্ধের প্রধান হাতিয়ারই হল সত্যকে বিকৃতভাবে উপস্থাপন করা। আমাদের দায়িত্ব হল শত্রুদের এসব কৌশল ও ষড়যন্ত্রের মুখে সত্য নিয়ে দাঁড়ানো এবং তাদের অপরাধগুলোর স্পষ্ট ব্যাখ্যা জনগণের কাছে পৌঁছে দেওয়া।"
তিনি ফাউন্ডেশন ও অন্যান্য জাতীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান যাতে তারা ইরানের গৌরবময় প্রতিরোধ ও ত্যাগের ইতিহাস, বিশেষ করে পবিত্র প্রতিরক্ষার সময়কার ঘটনাবলি, নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরে। এটি শত্রুদের অপপ্রচারের বিরুদ্ধে একটি শক্তিশালী রক্ষাকবচ হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএআর/১৭