নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পথে ইরান এবং সৌদি-আরব
https://parstoday.ir/bn/news/iran-i156520-নিরাপত্তা_ও_উন্নয়নের_ক্ষেত্রে_পারস্পরিক_সহযোগিতার_পথে_ইরান_এবং_সৌদি_আরব
পার্সটুডে-সৌদি প্রিন্সের সাথে টেলিফোনে কথোপকথন করলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট।
(last modified 2026-01-28T11:53:26+00:00 )
জানুয়ারি ২৮, ২০২৬ ১৭:৫০ Asia/Dhaka
  • পেজেশকিয়ান এবং বিন সালমান
    পেজেশকিয়ান এবং বিন সালমান

পার্সটুডে-সৌদি প্রিন্সের সাথে টেলিফোনে কথোপকথন করলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট।

আলোচনাকালে তিনি জোর দিয়ে বলেছেন: আঞ্চলিক ক্ষেত্রে ইসলামী ভ্রাতৃত্ব, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং ইসলামি দেশগুলোর সাথে সহযোগিতা বৃদ্ধির উপর ভিত্তি সম্পর্ক উন্নয়নই ইরানের দৃষ্টিভঙ্গি।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন: ইরানের দৃষ্টিভঙ্গি জাতি-গোষ্ঠী এবং ধর্মের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখাসহ জাতীয় সংহতি জোরদার করার ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। একইসঙ্গে আঞ্চলিক ক্ষেত্রে, ইসলামী ভ্রাতৃত্ব, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিকাশ এবং ইসলামি দেশগুলোর সাথে সহযোগিতা সম্প্রসারণের উপর ভিত্তি করে এটিকে শক্তিশালী করার প্রচেষ্টাও চালানো হচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন: যৌথ সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের জাতির জন্য একটি নিরাপদ এবং উন্নত অঞ্চল গড়ে তুলতে পারি।

পেজেশকিয়ান ইরানি জাতির প্রতি, বিশেষ করে সৌদি আরবসহ ইসলামি দেশগুলোর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন: আমেরিকানদের হুমকি এবং মনস্তাত্ত্বিক অভিযানের লক্ষ্য এ অঞ্চলের নিরাপত্তা ব্যাহত করা। তাদের জন্য অস্থিতিশীলতা ছাড়া আর কোনও অর্জন হবে না বলেও তিনি মন্তব্য করেন।"

পেজেশকিয়ানের সাথে টেলিফোনে কথোপকথনকালে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানও বলেছেন: "ইসলামি দেশগুলোর সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

ইরানের প্রেসিডেন্ট এবং মোহাম্মদ বিন সালমানের মধ্যে টেলিফোনে কথোপকথন কেবল একটি সাধারণ কূটনৈতিক যোগাযোগই নয়; বরং এই কথোপকথনকে ইসলামি বিশ্বের প্রতি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পররাষ্ট্র নীতিতে একটি নতুন এবং গভীর দৃষ্টিভঙ্গির প্রতীক হিসাবে মূল্যায়ন করা যেতে পারে।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন