পারস্য উপসাগর ইরানিদের জাতীয় পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ: ইসমাইল বাকায়ি
-
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে-ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পারস্য উপসাগরকে একটি টেকসই সভ্যতাগত বাস্তবতা এবং ইরানিদের জাতীয় পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বুধবার তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ইরানের ইতিহাসে পারস্য উপসাগরের নাম সাহস, নমনীয়তা, সহাবস্থান, যোগাযোগ এবং বোঝাপড়ার সাথে জড়িত এবং এই সমুদ্র অঞ্চল সর্বদা ইরান এবং বিশ্বের মধ্যে সংযোগকারী ছিল; এমনভাবে যে এর অস্তিত্ব ছাড়া ইরান সম্পূর্ণ হত না।
পারস্য উপসাগরের অর্থনৈতিক ও নিরাপত্তা গুরুত্বের কথা উল্লেখ করে বাকায়ি জোর দিয়ে বলেন,নিঃসন্দেহে অর্থনৈতিক ও নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে পারস্য উপসাগর ইরান এবং সমগ্র অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। তবে এর স্বতন্ত্র বৈশিষ্ট্য হল ইরানের ঐতিহাসিক ধারাবাহিকতা এবং সভ্যতাগত স্মৃতির সাথে এর গভীর সংযোগ; এমন একটি স্মৃতি যা কেবল অতীতের স্মারক নয় বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগে ইরানের ভূমিকার জন্য একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পদ হিসাবেও বিবেচিত হয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে পারস্য উপসাগর একটি পরিচয়-নির্মাণ স্থান। তিনি আরো বলেন,"এই পরিচয় ক্ষণস্থায়ী আবেগের ফসল নয়, বরং বস্তুনিষ্ঠ ঐতিহাসিক ও সাংস্কৃতিক তথ্যের উপর ভিত্তি করে তৈরি। প্রাচীন শিলালিপি এবং ঐতিহাসিক ও সমসাময়িক ভৌগোলিক মানচিত্র থেকে শুরু করে উপকূলীয় জনগণের সমৃদ্ধ সংস্কৃতি এবং শতাব্দী প্রাচীন বৈজ্ঞানিক ও বাণিজ্যিক বিনিময় যা সবকিছুই পারস্য উপসাগরের সাথে ইরানের অটুট বন্ধনের সাক্ষ্য দেয়।"
পার্সটুডে/এমবিএ//২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।