অলিম্পিকে ব্রোঞ্জ জিতলেন ইরানি কুস্তিগির সাঈদ আবদেওয়ালী
https://parstoday.ir/bn/news/iran-i17284-অলিম্পিকে_ব্রোঞ্জ_জিতলেন_ইরানি_কুস্তিগির_সাঈদ_আবদেওয়ালী
ব্রাজিলের রিও অলিম্পিকে গ্রেকো-রোমান কুস্তির ৭৫ কেজি ওজনশ্রেণিতে ইরানের কুস্তিগির সাঈদ মোরাদ আবদেওয়ালী ব্রোঞ্জ পদক জিতেছেন। রিও অলিম্পিকে এটি ইরানের তৃতীয় পদক।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ১৫, ২০১৬ ১৫:০৮ Asia/Dhaka

ব্রাজিলের রিও অলিম্পিকে গ্রেকো-রোমান কুস্তির ৭৫ কেজি ওজনশ্রেণিতে ইরানের কুস্তিগির সাঈদ মোরাদ আবদেওয়ালী ব্রোঞ্জ পদক জিতেছেন। রিও অলিম্পিকে এটি ইরানের তৃতীয় পদক।

এর আগে শুক্রবার পুরুষদের ৮৫ কেজি ওজন শ্রেণিতে  স্ন্যাচ বিভাগে ১৭৯ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২১৭ কেজি (মোট ৩৯৬ কেজি) ওজন তুলে ইরানকে প্রথম স্বর্ণ পদক এনে দেন ভারোত্তলক কিয়ানুশ রোস্তামি।

এর একদিন পর শনিবার ইরানি ভারোত্তলক সোহরাব মোরাদি ৯৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ বিভাগে ১৮২ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ২২১ কেজি (মোট ৪০৩ কেজি ) উঠিয়ে স্বর্ণ পদক লাভ করেন।

রোববার রিও ডি জেনেইরোতে সার্বিয়ার কুস্তিগির ভিক্টর নেমেসকে ৫-২ ব্যবধানে হারিয়ে তৃতীয়স্থান দখল করেন সাঈদ আবদেওয়ালী। এই ইভেন্টে  ডেনমার্কের মার্ক ওভারগ্রার্ড ম্যাডসেনকে ৫-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন রাশিয়ার রোমান ভ্লাসোভ।

অবশ্য দিনটি ভালোভাবে শুরু হয়নি ইরানের। কারণ ৫৯ কেজি ওজনশ্রেণিতে  ইরানি কুস্তিগির হামিদ সুরিয়ান প্রথম সেটে ৫-৪ ব্যবধানে তার জাপানি প্রতিপক্ষ শিনেবু ওতা’র কাছে হেরে যান। যদিও তিনি শুরুতে ৪-০ ব্যবধানে এগিয়ে ছিলেন।

সাঈদ মোরাদ আবদেওয়ালী

সুরিয়ানকে হারানোর পর শিনেবু ওতা কাজাখস্তানের কুস্তিগির আলমত কেবিস্পায়েভকে ৬-০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জেতেন। অবশ্য দ্বিতীয় সেটে ইরানি কুস্তিগির হামিদ সুরিয়ান কাজাখস্তানের কুস্তিগির আলমতকে ৭-০ ব্যবধানে হারানোর পরও কৌশলগত কারণে তিনি ব্রোঞ্জ পদক থেকে বঞ্চিত হন।

হামিদ সুরিয়ান ২০১২ সালের লন্ডন অলিম্পিকে সোনাসহ এ পর্যন্ত ৬টি আন্তর্জাতিক পদক পেয়েছেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫