লারিজানির সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত: বিদেশি ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান
https://parstoday.ir/bn/news/iran-i18505-লারিজানির_সঙ্গে_আফগান_পররাষ্ট্রমন্ত্রীর_সাক্ষাত_বিদেশি_ষড়যন্ত্র_মোকাবেলার_আহ্বান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ মজলিশে শুরায়ে ইসলামির প্রধান আলী লারিজানি আফগানিস্তানের জাতীয় ঐক্য বজায় রাখা এবং বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৯, ২০১৬ ১২:০৯ Asia/Dhaka
  • লারিজানির সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত: বিদেশি ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ মজলিশে শুরায়ে ইসলামির প্রধান আলী লারিজানি আফগানিস্তানের জাতীয় ঐক্য বজায় রাখা এবং বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন।

আলী লারিজানি গতকাল (রোববার) তেহরান সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রব্বানির সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান। তিনি আফগানিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতাকে শত্রুদের জন্য মোক্ষম সুযোগ হিসেবে উল্লেখ করে বিদেশি হস্তক্ষেপ বন্ধে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

ইরানের সংসদ স্পিকার আফগানিস্তানে সঙ্গে  তার দেশের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিস্তার বিশেষ করে পরিবহন ও জ্বালানি খাতে দু’দেশ বিরাজমান সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। আফগানিস্তানের সরকার ও জনগণের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকার কথা উল্লেখ করে লারিজানি বলেন, সেদেশে তৎপর সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুবই জরুরি।

সাক্ষাতে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রব্বানিও তার দেশের ঐক্য, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইরানের সরকার ও সর্বোচ্চ নেতার সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে তার দেশের মাটিকে ব্যবহারের সুযোগ কাউকে দেয়া হবে না।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/মুজাহিদুল ইসলাম/২৯