পরমাণু বিষয়ে গোপন চুক্তির কথা অস্বীকার করেছেন সালেহি
(last modified Tue, 13 Sep 2016 12:28:36 GMT )
সেপ্টেম্বর ১৩, ২০১৬ ১৮:২৮ Asia/Dhaka

ইরানের ভাইস প্রেসিডেন্ট ও আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র প্রধান আলী আকবর সালেহির নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য ব্রাসেলস গেছেন।

বেলজিয়ামের কর্মকর্তাদের এবং ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি বিষয়ক কমিশনার কানিয়াথের আমন্ত্রণে ইরানের প্রতিনিধিদলটি তিনদিনের সফরে সফরে গেছেন। এ সফর পরমাণু জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ এনে দেবে বলে মনে করা হচ্ছে।

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতার পর ইরানের পরমাণু ইস্যু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বেলজিয়ামের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে সালেহি পরমাণু বিষয় ছাড়াও ওই দেশটি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানের সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথাবার্তা বলছন। ইরান ও বেলজিয়ামের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে।        

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা এক বছর পার হওয়ার পর ভাইস প্রেসিডেন্ট ও আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র প্রধান আলী আকবর সালেহির নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল ব্রাসেলস সফর করছে। মাঝখানের এ সময়ে ওই সমঝোতার সফলতা-ব্যর্থতার নানা দিক চুলচেরা বিশ্লেষণ হয়েছে। এটি সবার জন্যই এক ধরণের পরীক্ষা বলা চলে। পরমাণু সমঝোতার অনেক ভালো দিক থাকলেও কিছু ত্রুটি বা দুর্বল দিকও রয়েছে। তবে চুক্তিকে আমরা যেভাবেই মূল্যায়ন করি না কেন এর গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দুপক্ষই বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে এবং তা বাস্তবায়ন করতে তারা বাধ্য।

পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান তার সব প্রতিশ্রুতিই পালন করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ'র প্রধান ইউকিয়া আমানো তার বেশ কয়েকটি প্রতিবেদনে বলেছেন, ইরান সব প্রতিশ্রুতিই পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলছে। তারপরও সম্প্রতি পাশ্চাত্যের কয়েকটি সংবাদ মাধ্যম পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে ইরান-বিরোধী মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা দাবি করেছে, পরমাণু সমঝোতার পাশাপাশি ইরানের সঙ্গে এমন কিছু গোপন চুক্তি হয়েছে যার ফলে পরমাণু সমঝোতার রেড লাইন পার হতে পারবে না ইরান।

তবে ইরানের ভাইস প্রেসিডেন্ট ও আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি এ ধরণের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি জাপানের কিয়োদো নিউজকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, পরমাণু সমঝোতার বাইরে পাশ্চাত্যের সঙ্গে ইরানের গোপন কোনো চুক্তি হয় নি। তিনি গোপন চুক্তির ব্যাপারে কোনো কোনো মহলের দাবিকে ডাহা মিথ্যা অভিহিত করে বলেছেন, পরমাণু বিষয়ে কোনো দেশের সঙ্গেই ইরানের চুক্তি হয়নি।

পরমাণু বিষয়ে যে সমঝোতা হয়েছে তা কেবল ইরান কিংবা আমেরিকার দ্বিপক্ষীয় বিষয় নয় বরং এর সঙ্গে চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন জড়িত রয়েছে। এ অবস্থায় পরমাণু বিষয়ে গোপন কোনো চুক্তির খবর অযৌক্তিক। তবে এ ধরণের মিথ্যাচার কেবল আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা কাজে লাগতে পারে এবং এর সঙ্গে পরমাণু সমঝোতার কোনো সম্পর্ক নেই।  

বিশ্লেষকরা বলছেন, আলী আকবর সালেহির ব্রাসেলস সফর থেকে বোঝা যায়, শান্তিপূর্ণ লক্ষ্যে পরমাণু অধিকার প্রতিষ্ঠিত করার জন্য ইরান সর্বশক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/১৩

 

ট্যাগ