জানাযার নামাজে সৌদি পাশবিক হামলার তীব্র নিন্দা জানাল ইরান ও হিজবুল্লাহ
(last modified Sun, 09 Oct 2016 01:22:08 GMT )
অক্টোবর ০৯, ২০১৬ ০৭:২২ Asia/Dhaka
  • সৌদি হামলায় সাত শতাধিক মানুষ হতাহত হওয়া ছাড়াও সম্পদ ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়
    সৌদি হামলায় সাত শতাধিক মানুষ হতাহত হওয়া ছাড়াও সম্পদ ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়

ইয়েমেনের রাজধানী সানায় একটি জানাযার নামাজে সৌদি বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ ‘ভয়াবহ ও মানবতাবিরোধী’ হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

কাসেমি পশ্চিমা বিশ্বের সমালোচনা করে বলেছেন, ইয়েমেনের প্রতিরোধকামী জনগণের ওপর গত দেড় বছরের সৌদি আগ্রাসন ও গণহত্যার ব্যাপারে আন্তর্জাতিক সমাজ সম্পূর্ণ নীরবতা পালন করছে।

বাহরাম কাসেমি

ইয়েমেনে চলমান কৃত্রিম সংকট নিরসনের জন্য তিনি আগ্রাসী ও জালেম শাসক আলে সৌদকে প্রতিবেশী এ দেশটিতে আগ্রাসন বন্ধ করার আহ্বান জানান। কাসেমি বলেন, সৌদি আগ্রাসন বন্ধ করে ইয়েমেনের সব পক্ষকে নিয়ে ব্যাপকভিত্তিক আলোচনায় বসাই হচ্ছে দেশটির সংকট সমাধানের একমাত্র উপায়।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

সৌদি বাহিনীর এ বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, রিয়াদ সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এই মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে।

ইয়েমেনের রাজধানী সানার একটি জানাযার নামাজে সৌদি বিমান হামলায় অন্তত ১৪০ জন নিহত এবং ৫৩৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। সানার খামিজ সড়কে শনিবার এ হামলা চালানো হয়। জাতিসংঘের একজন পদস্থ কর্মকর্তা সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

হুথি আনসারুল্লাহ  যোদ্ধাদের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী গালাল আর-রাইশানের বাবার জানাযার নামাজে এ হামলা চালানো হয়। হামলার সময় সেখানে হাজার হাজার শোকাহত মানুষ উপস্থিত ছিল বলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯

ট্যাগ