নাইজেরিয়ার শোক মিছিলে হামলার নিন্দায় ইরান
(last modified Wed, 12 Oct 2016 20:14:30 GMT )
অক্টোবর ১৩, ২০১৬ ০২:১৪ Asia/Dhaka
  • নাইজেরিয়ার শোক মিছিলে হামলার নিন্দায় ইরান

পবিত্র আশুরার শোক মিছিলে নাইজেরিয়ার সেনাবাহিনীর বর্বরোচিত হামলার কঠোর নিন্দা করেছে ইরান। দেশটির কাদুনা এবং ফুনতুয়া শহরে আজ(বুধবার) চালানো এ পাশবিক হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশটির মুসলমানরা কারবালায় ইমাম হোসেইন (আ) এর হৃদয়বিদারক এবং মর্মান্তিক শাহাদাতের বার্ষিকী পবিত্র আশুরা উপলক্ষে আজ নাইজেরিয়ার কয়েকটি শহরে শোক মিছিল বের করলে সেনাবাহিনী এ হামলা চালায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ এ হামলার কঠোর নিন্দা করেছেন। একই সঙ্গে উগ্রবাদী এবং ওয়াহবিদের সঙ্গে সংশ্লিষ্ট বাহিনীর চালানো হামলায় জড়িতদের কঠোর শাস্তিও দাবি করেন তিনি।

পাশাপাশি আফগানিস্তানে গত ২৪ ঘণ্টারও বেশি সময়ে মুসল্লি এবং শোকজ্ঞাপনকারী মানুষদের ওপর হামলার নিন্দা করেন তিনি। আফগানিস্তানের বলখ প্রদেশে একটি মসজিদের বাইরে আজ বোমা হামলায় অন্তত ১৪ ব্যক্তি নিহত হয়েছে।

কাসেমি বলেন, আফগানিস্তানে এ সব হামলার মধ্য দিয়ে সন্ত্রাসীদের অতৃপ্ত রক্ত পিপাসা প্রকাশ পেয়েছে। এ ছাড়া,  সন্ত্রাসী ও তাদের দোসরদের মুসলমান  উম্মাহ‌র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টিও ফুটে উঠেছে বলে জানান তিনি।

পার্সটুডে/মূসা রেজা/১২

 

ট্যাগ