সিনাই উপত্যকায় সন্ত্রাসী হামলার নিন্দা জানাল তেহরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপত্যকায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান।সেই সঙ্গে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের তৎপরতা মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ জানিয়েছে তেহরান।
আজ (রোববার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, উগ্র তাকফিরি সন্ত্রাসীদের যেকোনো স্থানে সংঘঠিত সব ধরনের নৃশংসতার বিরুদ্ধে তেহরান সব সময় উদ্বেগ জানিয়ে আসছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক সমাজ এবং আঞ্চলিক সরকারগুলোর উচিত উগ্র সন্ত্রাসীদের এই অশুভ তৎপরতা নির্মূলে ব্যবস্থা নেয়া।
কাসেমি বলেন, ক্রমবর্ধমান সন্ত্রাস, নৃশংসতা এবং উগ্রতা কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলের বেসামরিক ব্যক্তি এবং সেনা সদস্যদেরকেই নয় বরং সমাজের সকল শ্রেণী মানুষকে টার্গেট করছে। তিনি আরো বলেন, আঞ্চলিক সরকারগুলোর মধ্যে একতাবদ্ধতা, বৈশ্বিক দৃঢ়তা এবং জাতিগুলোর মধ্যে ঐক্যই পারে চলমান সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে।
এছাড়া, সন্ত্রাসবাদ, অনিরাপত্তা এবং অস্থিতিশীলতাকে উসকে দেয় এমন যেকোনো ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান শক্ত অবস্থান নেবে বলেও উল্লেখ করেন তিনি। সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ইরানের এ কর্মকর্তা মিশর সরকার এবং জাতির প্রতিও সহানুভূতি জানিয়েছেন।
গত শুক্রবার তাকফিরি সন্ত্রাসী দায়েশ সিনাই উপত্যকার বির আল-আবদ শহরে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে ১২ মিশরীয় সেনাকে হত্যা করেছে। এছাড়া, এতে আহত হয়েছে আরো ছয় ব্যক্তি।#
পার্সটুডে/বাবুল আখতার/১৬