'ইরানে শাখা খুলবে অস্ট্রিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যাংক'
নভেম্বর ১১, ২০১৬ ১৭:৩৭ Asia/Dhaka
অস্ট্রিয়া বলেছে, দেশটির কয়েকটি ব্যাংক ইরানে শাখা খোলার পরিকল্পনা গ্রহণ করেছে। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সইয়ের পর বাণিজ্যিক ক্ষেত্রে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে চাইছে অস্ট্রিয়া।
অস্ট্রিয়ার ভোরালবার্গ অঞ্চলের চেম্বার ও কমার্সের প্রধান হেলমুট স্টিউনার বলেছেন, 'ব্যাংক অস্ট্রিয়া' এবং রাইফেইসেন ব্যাংক'র মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে।
ইরানে বিনিয়োগের জন্য ইউরোপীয় দেশগুলোর সামনে বিপুল সম্ভাবনা বিরাজ করছে বলে জানান তিনি। তিনি বলেন, নিজ দেশের বিনিয়োগকারীদের সহায়তা করার পাশাপাশি জার্মানি এবং সুইজারল্যান্ডের বিনিয়োগকারীদের ইরানের বাজারে ঢুকতে সহায়তা করতে পারবে অস্টিয়া।#
পার্সটুডে/মূসা রেজা/১১
ট্যাগ