নিষেধাজ্ঞা নবায়ন হলে জবাব দিতে ইরান ভালোভাবে প্রস্তুত
(last modified Fri, 02 Dec 2016 19:09:10 GMT )
ডিসেম্বর ০৩, ২০১৬ ০১:০৯ Asia/Dhaka
  • আলী আকবর সালেহি
    আলী আকবর সালেহি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়ন করার বিষয়ে মার্কিন সিনেট যে সিদ্ধান্ত নিয়েছে তার জবাব দেয়ার জন্য তেহরান ভালোভাবেই প্রস্তুত রয়েছে। তবে ইরান বুদ্ধিদীপ্ত ও বিচক্ষণতার সঙ্গে কাজ করবে।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি আজ (শুক্রবার) এ কথা বলেছেন। তিনি ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে বলেন, “আমরা এরইমধ্যে প্রয়োজনীয় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি এবং নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে পুরোপুরি প্রস্তুত।” তবে মার্কিন কংগ্রেস ইরানের বিরুদ্ধে আরো ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা নবায়ন করলে তার বিরুদ্ধে তেহরান কী ব্যবস্থা নেবে তা প্রচার করার জরুরি নয়।  

গতকাল মার্কিন সিনেট ইরানের বিরুদ্ধে সর্বসম্মতভাবে ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত মাসে মার্কিন প্রতিনিধি পরিষদ এ বিলের পক্ষে ভোট দিয়েছিল। সর্বশেষ খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিলে সই করবেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বিলে সই করলে তা আইনে পরিণত হবে এবং আরো ১০ বছরের জন্য ইরানের ব্যাংকিং ও জ্বালানি খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে। আগে তিনি বিলে সই করবেন না বলে জানিয়েছিলেন।

এ প্রসঙ্গে সালেহি বলেন, মার্কিন সিনেট যে পদক্ষেপ নিয়েছে তা ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার চরম লঙ্ঘন। এ নিষেধাজ্ঞা এখনো ইরানের ওপর রয়েছে তবে মার্কিন প্রেসিডেন্ট তা নিষ্ক্রিয় করে রেখেছেন। কিন্তু এখন যদি তা আবার চালু হয় তবে তা হবে পরমাণু সমঝোতার লঙ্ঘন। ইরান সমস্ত ঘটনাবলী পর্যবেক্ষণ করছে এবং যদি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।”

তিনি আরো জানান, ইরান কোনো আবেগপ্রসূত ব্যবস্থা নেবে না বরং বিচক্ষণতার সঙ্গে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে সামনে রেখে পদক্ষেপ নেবে। তিনি বলেন, নিষেধাজ্ঞা নবায়ন করলে নিশ্চিতভাবে আমেরিকার ক্ষতি হবে বেশি; সে কারণে আশা করা যায় মার্কিন কর্মকর্তারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। সালেহি বলেন, পরমাণু সমঝোতা ছিল ইরান, মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক সমাজের জন্য গুরুত্বপূর্ণ একটি অর্জন। এটি বাতিল বা লঙ্ঘন করলে তার ক্ষতি থেকে পশ্চিামারা বাদ যাবে না।

এ সমঝোতার আওতায় ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে তেহরান তার পরমাণু কর্মসূচিতে কিছু সীমাবদ্ধতা আরোপ করবে বলে কথা ছিল। ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করেছে কিন্তু আমেরিকা তা করে নি। ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির অজুহাতে ১৯৯৬ সালে তেহরানের বিরুদ্ধে প্রথম ২০ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২

ট্যাগ