ডিসেম্বর ১৪, ২০১৬ ১৯:৩০ Asia/Dhaka
  • প্রতিরোধ সংগ্রাম ছাড়া বায়তুল মোকাদ্দাস মুক্ত করা সম্ভব নয়: সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, প্রতিরোধ সংগ্রামের মাধ্যমেই গোটা ফিলিস্তিন মুক্ত হবে। দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম ছাড়া বায়তুল মোকাদ্দাস মুক্ত করার ভিন্ন কোনো উপায় নেই বলে তিনি মন্তব্য করেন।

আজ (বুধবার) রাজধানী তেহরানে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ মুভমেন্টের মহাসচিব রামাজান আব্দুল্লাহ'র সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেছেন, মধ্যপ্রাচ্যের সব সমস্যার মূলে রয়েছে বড় শয়তান আমেরিকা এবং এ ক্ষেত্রে সহযোগিতা করছে আঞ্চলিক কিছু ছোট শয়তান।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের মিত্ররা ফিলিস্তিন ইস্যুকে বিশ্ববাসীর মন থেকে মুছে দিতে একটির পর আরেকটি নতুন ইস্যু তৈরি করছে। এ সময় তিনি ফিলিস্তিনিদের ঈমানি শক্তি ও প্রতিরোধের চেতনার প্রশংসা করেন।

তিনি আরও বলেন, ইরান বিভিন্ন আঞ্চলিক ঘটনা নিয়ে ব্যস্ত থাকলেও সব সময় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়ে এসেছে এবং বারবারই সুস্পষ্ট ভাষায় বলেছে ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের প্রধান সমস্যা।

এ সময় ইসলামিক জিহাদের নেতা রামাজান আব্দুল্লাহ ফিলিস্তিন ইস্যুতে ইরানের সাহসী ও বিজ্ঞোচিত ভূমিকার প্রশংসা করেন এবং ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, দুঃখজনকভাবে কোনো কোনো আরব দেশ ফিলিস্তিন ইস্যু থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্রে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করছে। রামাজান আব্দুল্লাহ'র নেতৃত্বে ইসলামিক জিহাদ মুভমেন্টের একটি প্রতিনিধি দল বর্তমানে ইরান সফর করছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪

ট্যাগ