মধ্যপ্রাচ্যে বিভেদ উসকে দিচ্ছে সৌদি আরব: ইরানি সংসদের বিবৃতি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ সদস্যরা সৌদি আরবের সংগ্রামী আলেম শেইখ নিমর বাকির আন-নিমরের মৃত্যুদণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। শেইখ নিমরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ (মঙ্গলবার) এক বিবৃতিত এ আহ্বান জানানো হয়েছে।
এ ধরনের মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তি না ঘটাতে সৌদি আরবের প্রতি আহ্বান জানায় ইরানি সংসদ। দেশটির সাংসদরা আরও বলেছেন, গত বছর এমন সময় শেইখ নিমরকে ফাঁসি দেয়া হয়েছে যখন সন্ত্রাসীরা বিশ্বকে অনিরাপদ করে তুলেছে। নিমরের ফাঁসির মধ্যদিয়ে সৌদি শাসকদের দায়িত্বজ্ঞানহীনতা সুস্পষ্ট হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইরানি সংসদ আরও বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব সন্ত্রাসবাদের প্রতি সমর্থন এবং নিরপরাধ মানুষের ওপর হামলার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল তুলেছে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে বিভেদ উসকে দিচ্ছে সৌদি আরব।
সৌদি শাসকেরা দেশটির সংগ্রামী আলেম শেইখ নিমরকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
গত বছরের ২ জানুয়ারি সৌদি রাজতান্ত্রিক সরকার আন্তর্জাতিক অঙ্গনের আহ্বানকে উপেক্ষা করে শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩