পরমাণু কর্মসূচির কিছু ‘ভালো খবর’ আসছে: ইরান
(last modified Tue, 07 Feb 2017 01:01:12 GMT )
ফেব্রুয়ারি ০৭, ২০১৭ ০৭:০১ Asia/Dhaka
  • আলী আকবর সালেহি
    আলী আকবর সালেহি

ইসলামি প্রজাতন্ত্র ইরান পাশ্চাত্যের সঙ্গে পরমাণু সমঝোতা পরবর্তী গুরুত্বপূর্ণ অর্জন সম্পর্কে শিগগিরই কিছু ‘ভালো খবর’ দেবে বলে জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি। ইরানের কোম নগরীতে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসছে এপ্রিলে দেশবাসীকে কিছু ‘ভালো খবর’ জানানো হবে।

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান ২০১৫ সালের ১৬ জুলাই পরমাণু সমঝোতা সই করে যা ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে কার্যকর শুরু হয়। সমঝোতায় ইরানের ওপর থেকে পরমাণু কর্মসূচি-কেন্দ্রীক নিষেধাজ্ঞাগুলো উঠে যাওয়ার বিনিময়ে নিজের পারমাণবিক তৎপরতায় কিছু সীমাবদ্ধতা আনতে রাজি হয় তেহরান।

সংবাদ সম্মেলনে সালেহি সতর্ক করে দিয়ে বলেন, পরমাণু সমঝোতায় জড়িত কোনো পক্ষ যদি নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়াবে।

পরমাণু সমঝোতার মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যে দাবি করেছেন সংবাদ সম্মেলনে তা সরাসরি প্রত্যাখ্যান করেন আলী আকবর সালেহি। তিনি বলেন, ওবামা ‘মিথ্যা দাবি’ করেছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭

ট্যাগ