মসুলে যুদ্ধাপরাধের দায়ে আমেরিকাকে বিচারের মুখোমুখি করতে হবে: আলী শামখানি
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।
ইরাকের মসুলে মার্কিন বিমান হামলায় বহু বেসামরিক ব্যক্তির নিহতের ঘটনায় ওয়াশিংটনকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি।
আজ (রোববার) আলী শামখানি বলেন, বেসামরিক এবং নিরাপরাধ মানুষকে হত্যার মাধ্যমে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ এবং অন্যান্য সন্ত্রাসীরা যেভাবে যুদ্ধাপরাধ করছে মার্কিন বাহিনীর আচরণ একই ধরনের। ফলে এ অপরাধের জন্য তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে।
গত ১৭ মার্চ মসুলের পশ্চিম অংশের একটি আবাসিক এলাকায় মার্কিন বাহিনীর বিমান হামলায় বহু বেসামরিক ব্যক্তি নিহত হয়ে থাকতে পারে বলে ওয়াশিংটন গতকাল (শনিবার) স্বীকার করেছে। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক এ ধরনের অপরাধের দায় আমেরিকা কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন আলী শামখানি।
এদিকে, ইরাকের দায়েশ নিয়ন্ত্রিত মসুল নগরীর কাছে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দুই শতাধিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ইরানের নিরাপত্তা বিষয়ক এ কর্মকর্তা আরো বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে এ অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর সমসাময়িক নীতি বাস্তবায়ন করছে ওয়াশিংটন।#
পার্সটুডে/বাবুল আখতার/২৬