ইরাকে আঞ্চলিক পতাকা উড্ডয়ন অসাংবিধানিক: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i35608-ইরাকে_আঞ্চলিক_পতাকা_উড্ডয়ন_অসাংবিধানিক_ইরান
ইরাকের সর্বত্র শুধুমাত্র জাতীয় পতাকা উড্ডয়ন করা উচিত বলে মন্তব্য করেছে ইরান। সম্প্রতি ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রাদেশিক কাউন্সিলের পক্ষ থেকে জাতীয় পতাকার পাশাপাশি আঞ্চলিক পতাকা ওড়ানো হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ০৪, ২০১৭ ০৫:০৮ Asia/Dhaka
  • ইরাকে আঞ্চলিক পতাকা উড্ডয়ন অসাংবিধানিক: ইরান

ইরাকের সর্বত্র শুধুমাত্র জাতীয় পতাকা উড্ডয়ন করা উচিত বলে মন্তব্য করেছে ইরান। সম্প্রতি ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রাদেশিক কাউন্সিলের পক্ষ থেকে জাতীয় পতাকার পাশাপাশি আঞ্চলিক পতাকা ওড়ানো হয়।

এর প্রতিক্রিয়ায় তেহরান বলেছে, ইরাকের যেকোনো জায়গায় জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো পতাকা ওড়ানো সংবিধান-পরিপন্থি কাজ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি সোমবার তেহরানে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইরাকের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানানো হচ্ছে তার দেশের নীতি-অবস্থান। ইরান আরো মনে করে, ইরাকের রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট মতপার্থক্য দেশটির সংবিধানে প্রদর্শিত পথ অনুসরণ করে সমাধান করা উচিত।

কাসেমি আরো বলেন, “কাজেই, সংবিধান অনুযায়ী ফেডারেল সরকারের শাসনাধীনে থাকা কিরকুকে ইরাকি পতাকা ছাড়া অন্য যেকোনো পতাকা উড্ডয়ন সংবিধান পরিপন্থি এবং এর ফলে দেশটিতে উত্তেজনা বাড়বে।”

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে নির্মূল করাকে এই মুহূর্তে ইরাকের সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করে কাসেমি বলেন, দায়েশ নির্মূলের কাজে তেহরান বাগদাদকে সহযোগিতা করছে। বর্তমানের এই জরুরি কাজ বাদ দিয়ে আঞ্চলিক পতাকা উড্ডয়নসহ অন্য সব অসাংবিধানিক কাজ থেকে বিরত থাকতে তিনি ইরাকের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

কিরকুকের প্রাদেশিক গভর্নর নাজিম আদ-দিন কারিম গত ২৮ মার্চ কিরকুক শহরের একটি সরকারি ভবনের সামনে ইরাকের জাতীয় পতাকার পাশাপাশি কুর্দিস্তানের আঞ্চলিক পতাকা উড্ডয়ন করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৪