ইরান ও ওমানের নৌবাহিনীর যৌথ মহড়া চলছে
(last modified Thu, 13 Apr 2017 12:54:50 GMT )
এপ্রিল ১৩, ২০১৭ ১৮:৫৪ Asia/Dhaka
  • ইরান ও ওমানের নৌবাহিনীর যৌথ মহড়া চলছে

ভারত মহাসাগরে যৌথ মহড়া শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ওমান। ইরানের নৌবাহিনীর কর্মকর্তা সাইয়্যেদ মাহমুদ মুসাভি বলেছেন, গতকাল থেকে এ মহড়া শু্রু হয়েছে। প্রাথমিক পর্যায়ে উদ্ধার তৎপরতা বিষয়ক মহড়ার পর দ্বিতীয় পর্যায়ে নিরাপত্তা সংক্রান্ত মহড়া সম্পন্ন করা হয়েছে।

এছাড়া টেলিযোগাযোগ ক্ষেত্রেও মহড়া চালিয়েছে দুই দেশের নৌবাহিনী। 

তিনি আরও বলেছেন, হরমুজ প্রণালী ও ওমান সাগরের ওপর দুই দেশের প্রভাবের কারণে এবং উদ্ধার তৎপরতার বিষয়ে দায়িত্ববোধ থেকেই দুই দেশ এ ধরনের মহড়ার আয়োজন করেছে।

দুই বছর পরপর ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হয়ে থাকে। এর আগে ২০১৫ সালে দুই দেশের মধ্যে নৌমহড়া অনুষ্ঠিত হয়েছিল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২

ট্যাগ