আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ভূমিকা রাখতে পারে: লারিজানি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ মজলিশে শুরায়ে ইসলামী প্রধান আলী লারিজানি বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে তেহরান ও ইসলামাবাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা জরুরি।
তিনি গতকাল তেহরানে পাকিস্তানের জাতীয় সংসদের প্রধান সরদার আয়াজ সাদেকের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। তিনি বলেন, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এ কারণে পাক কর্মকর্তার এ সফরকালে আঞ্চলিক নিরাপত্তার নানা দিক নিয়ে মতবিনিময় হয়েছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার আরো বলেছেন, তেহরান ও ইসলামাবাদ দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বিস্তারের পদক্ষেপ নিয়েছে যাতে এর মাধ্যমে আঞ্চলিক নানা সমস্যার বিষয়ে অভিন্ন উপলব্ধিতে পৌঁছানো যায়। তিনি পাকিস্তান সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাতকে অত্যন্ত গঠনমূলক অভিহিত করে বলেছেন, এই সাক্ষাতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বিস্তারের উপায় নিয়ে কথাবার্তা হয়েছে।
পাকিস্তানের সংসদ প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল(শুক্রবার) তেহরানে এসেছে।#
পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/২২