খনিতে বিস্ফোরণের ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত: ইরানের সর্বোচ্চ নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের গুলিস্তান প্রদেশে কয়লার খনিতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি এবং প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
সর্বোচ্চ নেতা তার শোকবার্তায় বলেছেন, খনিতে যে দুর্ঘটনা ঘটেছে তাতে আমি অত্যন্ত ব্যথিত এবং এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, মহান আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধরার তওফিক দান করেন। খনিতে যারা আটকা পড়েছে দ্রুত তাদের উদ্ধারের ওপর গুরুত্ব আরোপ করেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও খনিতে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, শ্রমিক দিবসের একদিন পরই খনিতে বিস্ফোরণে হতাহতের যে ঘটনা ঘটেছে তাতে আজ গোটা জাতি শোকাচ্ছন্ন। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন তিনি। এছাড়া সরকারের পক্ষ থেকে গুলিস্তান প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
গতকাল (বুধবার) গুলিস্তান প্রদেশের আজাদশাহরের একটি কয়লার খনিতে বিস্ফোরণে ২২ জন শ্রমিক নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছে। এছাড়া ৩৫ জন শ্রমিক খনির ভেতর আটকা পড়েছে বলে মনে করা হচ্ছে। তাদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চলছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪