দ. লেবানন মুক্তির বার্ষিকীতে নাসরুল্লাহকে বার্তা পাঠালেন ইরানের স্পিকার
https://parstoday.ir/bn/news/iran-i38992-দ._লেবানন_মুক্তির_বার্ষিকীতে_নাসরুল্লাহকে_বার্তা_পাঠালেন_ইরানের_স্পিকার
ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে দক্ষিণ লেবানন মুক্তির ১৭তম বার্ষিকীতে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর কাছে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৯, ২০১৭ ২৩:৪৩ Asia/Dhaka
  • আলী লারিজানি (বামে) ও হাসান নাসরুল্লাহ
    আলী লারিজানি (বামে) ও হাসান নাসরুল্লাহ

ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে দক্ষিণ লেবানন মুক্তির ১৭তম বার্ষিকীতে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর কাছে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি।

বার্তায় ড. লারিজানি বলেছেন, সবসময় ইহুদিবাদী ইসরাইলের বর্ণবাদী ও আগ্রাসী চরিত্র ছিল এবং থাকবে; পাশাপাশি এটা মধ্যপ্রাচ্যের দেশগুলো ও পুরো মানবতার জন্য হুমকির উৎস হয়ে থাকবে। তিনি বলেন, একমাত্র প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে ইসরাইলের হাত থেকে ফিলিস্তিনি ভূখণ্ড পুনরুদ্ধার করা সম্ভব।

ইরানের স্পিকার বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনগুলোর কয়েকবারের বিজয় এ কথাই প্রমাণ করে যে, ফিলিস্তিনি ভূখণ্ড মুক্তির বিষয়ে মুসলিম উম্মার পরম আকাঙ্ক্ষা অর্জিত হতে পারে একমাত্র ঐক্য, সংহতি ও প্রতিরোধের মাধ্যমে। তিনি আশা করেন, লেবাননের বিভিন্ন দল ও গ্রুপের মধ্যে বৃহত্তর ঐক্য দেশটির জনগণ ও ইসলামি প্রতিরোধ আন্দোলনের জন্য উজ্জল ভবিষ্যত বয়ে আনবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯