বাগদাদ হামলা ইসলাম ও মুসলমানের প্রতি সন্ত্রাসীদের জাত শত্রুতার প্রমাণ: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i39052-বাগদাদ_হামলা_ইসলাম_ও_মুসলমানের_প্রতি_সন্ত্রাসীদের_জাত_শত্রুতার_প্রমাণ_ইরান
ইরাকের রাজধানী বাগদাদের দু'টি ব্যস্ত এলাকায় চালানো দু'টি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এ ধরনের পাশবিক হামলা স্পষ্টত প্রমাণ করে যে ইসলাম এবং মুসলমানদের প্রতি সন্ত্রাসীদের বংশগত শত্রুতা রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ৩০, ২০১৭ ১৯:০৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইরাকের রাজধানী বাগদাদের দু'টি ব্যস্ত এলাকায় চালানো দু'টি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এ ধরনের পাশবিক হামলা স্পষ্টত প্রমাণ করে যে ইসলাম এবং মুসলমানদের প্রতি সন্ত্রাসীদের বংশগত শত্রুতা রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (মঙ্গলবার) এসব বর্বরোচিত হামলায় নিহত ব্যক্তিদের শোকাহত পরিবার এবং ইরাকি সরকারের  প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। হামলায় অন্তত  ২৭ ব্যক্তি নিহত এবং আরো ১১৫ জনের বেশি আহত হয়েছে।   

ইরানের এ মুখপাত্র বলেন, পবিত্র মাহে রমজানে এ ধরনের পাশবিক এবং কাপুরুষোচিত হামলা সত্যিকারের ইসলাম এবং মুসলমানদের প্রতি তাকফিরি সন্ত্রাসীদের জাত শত্রুতার সুষ্পষ্ট ইঙ্গিত। ইরাকে নিজেদের পরাজয়কে পুষিয়ে নেয়ার লক্ষ্যে এটি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীটির আরেক দফা ব্যর্থ প্রচেষ্টা বলে মন্তব্য করেন বাহরাম কাসেমি।

কাসেমি জোর দিয়ে বলেন, ইরাকে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর বিজয় অত্যাসন্ন। সেই সঙ্গে নিজেদের ভূখণ্ড থেকে তাকফিরি গোষ্ঠীকে পুরোপুরি নির্মূল করতে ইরাকি জনগণ শিগগিরিই সক্ষম হবে বলেও জোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০