তেহরানে সন্ত্রাসী হামলায় শহীদের সংখ্যা বেড়ে ১৭; আটক ৬
(last modified Thu, 08 Jun 2017 09:32:26 GMT )
জুন ০৮, ২০১৭ ১৫:৩২ Asia/Dhaka
  • তেহরানের পুলিশ প্রধান
    তেহরানের পুলিশ প্রধান

ইরানের রাজধানী তেহরানের সংসদ ভবন ও ইমাম খোমেনী (রহ.)'র মাজারে সন্ত্রাসী হামলায় শহীদের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে। আজ (বৃহস্পতিবার) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা যাওয়ায় শহীদের সংখ্যা ১৭ জনে দাঁড়ায়।

শহীদদের মধ্যে ১৩ জনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর চার জনের নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। গতকাল সকালে ইরানের সংসদের প্রশাসনিক ভবনে তিন জন এবং মাজারে দুই সন্ত্রাসী হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় ছয় সন্ত্রাসীই প্রাণ হারিয়েছে। 

এদিকে, তেহরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সাজেদি নিয়া বলেছেন, ইমাম খোমেনী (রহ)'র মাজারে হামলার সঙ্গে জড়িত সন্দেহে এক মহিলাসহ ছয় জনকে আটক করা হয়েছে। এসব ব্যক্তি হামলাকারীদেরকে সহযোগিতা করেছিল বলে মনে করা হচ্ছে।#

 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৮