'সন্ত্রাসী এবং তাদের মদদদাতারা আরো কঠিন প্রতিশোধের মুখে পড়বে'
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আবারো সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করা হলে সন্ত্রাসী এবং এর পৃষ্ঠপোষকদেরকে আরো কঠিন প্রতিশোধের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
আজ (সোমবার) ইরানের ইংরেজি সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরিফ এসব মন্তব্য করেন।
সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের রাজধানী তেহরানে দায়েশের জোড়া সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে বলে জানায় আইআরজিসি। গত৭ জুন ইরানের জাতীয় সংসদ ভবন ও ইমাম খোমেনী (র)’র মাযারে চালানো ওই হামলায় অন্তত ১৭ জন শহীদ ও ৫০ জন আহত হয়েছিলেন। দায়েশ সন্ত্রাসীরা হামলার দায়িত্ব স্বীকার করেছিল।
এদিকে, সিরিয়ায় দায়েশের অবস্থানে স্বল্প মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে কমান্ডার শরিফ শত্রুদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, যদি একই ধরনের সন্ত্রাসীদের দ্বারা একই ধরনের হামলার পুনরাবৃত্তি করা হয় তবে তাদের জেনে রাখা উচিত যে, আমাদের ক্ষেপণাস্ত্রের শক্তি এবং নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে আরো কঠিন প্রতিশোধ নেবে।
আইআরজিসির কমান্ডার শরিফ আরো বলেন, এই ক্ষেপণাস্ত্র হামলা সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক মদদদাতাদের জন্য এই বার্তাই দেয়া হচ্ছে যে, ইরানের জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে তারা যেন মোটেও খাটো করে না দেখে।#
পার্সটুডে/বাবুল আখতার/১৯