মার্কিন নতুন নিষেধাজ্ঞা বিনা মূল্যে পার পাবে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i41626-মার্কিন_নতুন_নিষেধাজ্ঞা_বিনা_মূল্যে_পার_পাবে_না_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, মার্কিন সিনেটে সম্প্রতি ইরান-বিরোধী যে বিল পাস করা হয়েছে তা আইনে পরিণত হলে বিনা মূল্যে পার পাবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৭, ২০১৭ ০১:৩৩ Asia/Dhaka
  • ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি
    ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, মার্কিন সিনেটে সম্প্রতি ইরান-বিরোধী যে বিল পাস করা হয়েছে তা আইনে পরিণত হলে বিনা মূল্যে পার পাবে না।

উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশের প্রশাসনিক পরিষদের বৈঠকে তিনি বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। লারিজানি বলেন, “মার্কিন কর্মকর্তারা ইরানের জন্য রাস্তায় বাধা সৃষ্টি করতে পারেন কিন্তু এ জন্য কোনোরকম মূল্য না দিয়ে তারা পার পেয়ে যাবেন -তা ভাবার কোনো কারণ নেই।”

গত মাসে মার্কিন সিনেট ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিল পাস করে। এছাড়া, ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বিলটি প্রতিনিধি পরিষদে পাস হলে এবং তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলে আইনে পরিণত হবে। ইরান বলছে এ ধরনের নিষেধাজ্ঞা ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার লঙ্ঘন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭