বিজ্ঞানে ইরানের অগ্রগতি ও স্বনির্ভরতায় পশ্চিমারা আতঙ্কিত : আয়াতুল্লাহ কাশানি
(last modified Fri, 04 Aug 2017 10:58:05 GMT )
আগস্ট ০৪, ২০১৭ ১৬:৫৮ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ মুহাম্মাদ ইমামি কাশানি
    আয়াতুল্লাহ মুহাম্মাদ ইমামি কাশানি

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মুহাম্মাদ ইমামি কাশানি বলেছেন,পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা ইরানের উপগ্রহ পরিবাহী রকেট ‘সিমোরগ’ পরীক্ষার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে। আর তাদের ভয়ের কারণ হলো বিজ্ঞানে ইরানের অগ্রগতি এবং পশ্চিমের ওপর তেহরানের নির্ভরতা না থাকা।

আজ তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি এই মন্তব্য করেছেন। 

আয়াতুল্লাহ কাশানি ইসলামী-বিপ্লবের আগের ও পরের পার্থক্য তুলে ধরতে গিয়ে বলেছেন, ইসলামি বিপ্লব বিজয়ের আগে শত্রুরা ইরানের জন্য কবরের নীরবতার মতই প্রশান্ত পরিবেশ প্রত্যাশা করতো যেখানে ইরানের যুব সমাজ থাকবে বোবা জড় জীবের মতই স্থবির এবং উন্নয়ন ও অগ্রগতির ব্যাপারে নিস্ক্রিয়।

তিনি বলেন, কোনো মুসলিম দেশেরই উন্নতি চায় না শত্রুরা। ইমাম খোমেনি (রহ) ইরানে উন্নয়নের ধারায় একটা বিপ্লব এনেছেন।তাই এখন শত্রুরা-সবোর্চ্চ নেতার ভাষায়- একটা বৈজ্ঞানিক পরীক্ষা দেখেেই চেঁচামেচি শুরু করে দিয়েছে।

প্রেসিডেন্টের দায়িত্ব পালনের ব্যাপারে সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রতি ইঙ্গিত করে খতিব আরও বলেন, ইসলামি সরকার ব্যবস্থায় জনগণের সেবা করা যথেষ্ট মূল্যবান ও গর্বের ব্যাপার। কারণ ইরানের জনগণ সবসময় শত্রুদের চাপের জবাবে প্রতিরোধ বজায় রেখেছে।

আয়াতুল্লাহ কাশানি বিশ্বনবী (সা)'র পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম রেজা (আ)'র জন্ম-বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ইসলামী সভ্যতার পরিচয় তুলে ধরার ক্ষেত্রে এই মহান ইমামের রয়েছে অনন্য ভূমিকা।  #

পার্সটুডে/নাসির মাহমুদ/৪

ট্যাগ