মার্কিন নিষেধাজ্ঞা ধ্বংসাত্মক প্রভাব ফেলবে: ইইউ-কে ইরান
(last modified Sat, 05 Aug 2017 20:12:12 GMT )
আগস্ট ০৬, ২০১৭ ০২:১২ Asia/Dhaka
  • বৈঠকে মোগেরিনি (বামে) ও হাসান রুহানি
    বৈঠকে মোগেরিনি (বামে) ও হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বার বার পরমাণু সমঝোতা লঙ্ঘনের বিরুদ্ধে আমেরিকাকে হুঁশিয়ার করে বলেছেন, ওয়াশিংটনের এসব পদক্ষেপের কারণে সমঝোতা বাস্তবায়নের ওপর ধ্বংসাত্মক প্রভাব পড়বে।

ইরান সফররত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনির সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে এ কথা বলেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, আমেরিকার মাধ্যমে বার বার পরমাণু সমঝোতা লঙ্ঘন এবং তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে ইরানের জনমতের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। আমেরিকার এসব পদক্ষেপকে তিনি পরমাণু সমঝোতার লঙ্ঘন বলে উল্লেখ করেন।

হাসান রুহানি বলেন, মার্কিন পদক্ষেপের কারণে সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে। এর জের ধরে ইরানের জাতীয় সংসদ অবশ্যই আমেরিকার বিরুদ্ধে পাল্টা প্রস্তাব পাস করবে। তিনি বলেন, পরমাণু সমঝোতা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা ও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে এবং এ সমঝোতা রক্ষার দায়িত্ব সব পক্ষের কাঁধে এ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট রুহানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ততক্ষণ পর্যন্ত পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না অন্যপক্ষ তা লঙ্ঘন করে। হাসান রুহানি ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধানকে স্মরণ করিয়ে দেন যে, পরমাণু সমঝোতা সইয়ের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল- এ সমঝোতো দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হবে এবং অর্থনীতি, ব্যাংকিং ও বাণিজ্য ক্ষেত্রে অন্য দেশের সঙ্গে ইরান সম্পর্ক করতে পারবে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কে উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম বাধা দেখে না ইরান এবং তেহরান আশা করে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ক্ষেত্রে দু পক্ষ সহযোগিতা বাড়াবে। গত চার বছর ইরান ও ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যে পদক্ষেপ নিয়েছে তা অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট রুহানি।

বৈঠেকে মোগেরিনি বলেন, পরমাণু সমঝোতার সব পক্ষ এর পরিপূর্ণ বাস্তবায়নে বাধ্য। তিনি জোর দিয়ে বলেন, এ সমঝোতা কোনো একক দেশের সঙ্গে হয় নি। মোগেরিনি বলেন, পরমাণু সমঝোতা ইরান ও ইউরোপীয় ইউনিয়নের জন্য ভালো ফলাফল বয়ে এনেছে এবং এ সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য ইউরোপীয় জোট পরিকল্পনা প্রণয়নের চেষ্টা করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬

 

ট্যাগ