জেসিপিও বাস্তবায়নে ইইউকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানালেন রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i44286-জেসিপিও_বাস্তবায়নে_ইইউকে_সক্রিয়_ভূমিকা_পালনের_আহ্বান_জানালেন_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পরমাণু সমঝোতা বা জেসিপিও পুরোপুরি বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ১৭, ২০১৭ ০০:৫৯ Asia/Dhaka
  • জেসিপিও বাস্তবায়নে ইইউকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানালেন রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পরমাণু সমঝোতা বা জেসিপিও পুরোপুরি বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নকে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

ইরানে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত স্টিফেন শোলাজের সঙ্গে আজ(বুধবার) বৈঠকের সময়ে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, জেসিপিও পুরোপুরি বাস্তবায়ন হলে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এবং গোটা অঞ্চল উপকৃত হবে। তাই এটি পুরোপুরি বাস্তবায়নে ইইউর আরো তৎপর হওয়া এবং আরো ভূমিকা পালন করা উচিত বলে জানান তিনি।

জেসিপিও-বাস্তবায়ন হওয়ার পর  ইরান ও অস্ট্রিয়াসহ ইউরোপীয় দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের ভাল সুযোগ সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।  তিনি বলেন, জেসিপিওর সুফল সবাইর নেয়া উচিত।#

পার্সটুডে/মূসা রেজা/১৬