বার্সেলোনা হামলার তীব্র নিন্দা, সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ইরানের আহ্বান
(last modified Fri, 18 Aug 2017 10:21:54 GMT )
আগস্ট ১৮, ২০১৭ ১৬:২১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্সেলোনা শহরে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বর্বরোচিত হামলায় এক ডজনের বেশি ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ইরান। সেই সঙ্গে দেশটি বলেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত জোট গঠনে বিশ্বকে এগিয়ে আসার এখনই উপযুক্ত সময়।

আজ (শুক্রবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এক শোক বার্তায় স্পেনের সরকার ও জাতির পাশাপাশি গাড়ি চাপায় হতাহতের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

গতকাল (বৃহস্পতিবার) বিকেলে স্পেনের বার্সেলোনা শহরের কেন্দ্রস্থলে লাস র‍্যামব্লাসে পথচারীদের ভিড়ের মধ্যে একটি ভ্যান তুলে দিয়ে এ হামলা চালানো  অন্তত ১৩ জন নিহত ও ১০০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। এদিকে, গতকালের এ হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ।

কাসেমি বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি ফ্রন্টে লজ্জাজনক পরাজয়ের পর উগ্র সন্ত্রাসীরা এখন তাদের এজেন্ডা বাস্তবায়নে বিশ্বের নানা প্রান্তে নিরপরাধ মানুষের ওপর বেপোরোয়া হামলা শুরু করেছে। ইরানের এ কর্মকর্তা শান্তিকামী দেশগুলোকে সন্ত্রাসী এবং অস্থিতিশীলতার বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সম্মিলিত জোট গঠনের আহ্বান জানিয়েছেন। ইরান এ ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজকে সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান কাসেমি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৮  

 

ট্যাগ