‘হস্তক্ষেপ মোকাবেলার একমাত্র উপায় স্বাধীনচেতা দেশগুলোর ঐক্য’
(last modified Wed, 16 Mar 2016 07:21:24 GMT )
মার্চ ১৬, ২০১৬ ১৩:২১ Asia/Dhaka
  • ‘হস্তক্ষেপ মোকাবেলার একমাত্র উপায় স্বাধীনচেতা দেশগুলোর ঐক্য’

১৬ মার্চ (রেডিও তেহরান): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, অভ্যন্তরীণ বিষয়ে বিশ্বের বলদর্পী শক্তিগুলোর হস্তক্ষেপ মোকাবেলার একমাত্র উপায় হচ্ছে স্বাধীনচেতা দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। ইরান সফরে আসা ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রুং তান স্যাংয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা বলেন, “বলদর্পী শক্তিগুলো বিশ্বের অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। এই হস্তক্ষেপ কখনো ভিয়েতনাম যুদ্ধের মতো যুদ্ধ চাপিয়ে দিয়ে করে থাকে আবার কখনো অন্য পদ্ধতিতে হয়ে থাকে। এই হস্তেক্ষেপ মোকাবেলার উপায় হচ্ছে স্বাধীনচেতা দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা প্রতিষ্ঠা করা।”

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “ভিয়েতনামসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র নীতি গড়ে উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনে আমরা আপনাদের সহযোগিতার মনোভাবকে বুঝি এবং সম্ভাব্য সবক্ষেত্রে ইরান ও ভিয়েতনামের মধ্যে অবশ্যই সহযোগিতা বাড়াতে হবে।”

১৯৬০ এর দশকে ভিয়েতনামে চালানো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সে দেশের জনগণ বিশেষ করে হো চি মিনের মতো নেতাদের রুখে দাঁড়ানোর প্রশংসা করেন সর্বোচ্চ নেতা।

বৈঠকে ভিয়েতনামের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে তার দেশ ইরানের প্রতি সমর্থন দেবে। এর পাশাপাশি ইরানের শান্তিপূর্ণ পরমাণু অধিকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও ঘোষণা করেন তিনি। ব্যবসায়িক লেনদেনে ইরান ভিয়েতনামকে তার মৌলিক ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করবে বলেও আশা করেন প্রেসিডেন্ট তান স্যাং।#

রেডিও তেহরান/সিরাজুল ইসলাম/১৬

ট্যাগ