ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আযহা উদযাপিত
(last modified Fri, 01 Sep 2017 07:01:48 GMT )
সেপ্টেম্বর ০১, ২০১৭ ১৩:০১ Asia/Dhaka
  • ঈদুল আযহার জামায়াতে ইমামতি করছেন আয়াতুল্লাহ ইমামি কাশানি
    ঈদুল আযহার জামায়াতে ইমামতি করছেন আয়াতুল্লাহ ইমামি কাশানি

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ (শুক্রবার) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। ঈদের নামায শেষে ধর্মপ্রাণ সামর্থ্যবান মুসলমানেরা নানা রকমের পশু কুরবাণী ও গরিব-মিসকিনদের মাঝে গোশত বিতরণের মাধ্যমে তারা মহান আল্লাহর সন্তুষ্টির অর্জনের চেষ্টা করছেন।

ইরানে ঈদুল আযহার প্রধান জামায়াত অনুষ্ঠিত হয় তেহরানের ইমাম খোমেনী ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করেন প্রবীণ আলেম আয়াতুল্লাহ ইমামি কাশানি। জামায়াতে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হয়।

এদিকে, পবিত্র মক্কায় হজের আনুষ্ঠানিকতায় আজ হাজীরা সবাই মিনায় প্রতীকী শয়তানকে পাথর ছুঁড়েছেন। এজন্য সূর্য ওঠার আগেই তারা আরাফাতের ময়দান থেকে মিনায় গিয়ে উপস্থিত হন। এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৩ লাখ মুসলমান অংশ নিচ্ছেন। ২০১৫ সালের পর এবার ইরান থেকে প্রায় ৮৫ হাজার ধর্মপ্রাণ মুসলমান হজ করতে সৌদি আরব গেছেন। সৌদি আরবের নানামুখী বাধা ও অসহযোগিতার কারণে গত বছর ইরান থেকে কোনো হজযাত্রী পাঠানো সম্ভব হয় নি।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১     

 

ট্যাগ