‘এখনো সিরিয়াকে সমর্থন দেবে ইরান’
https://parstoday.ir/bn/news/iran-i4546-এখন_স_র_য়_ক_সমর_থন_দ_ব_ইর_ন’
১৬ মার্চ (রেডিও তেহরান): ইরানের জাতীয় সংসদ মজলিসে শূরার স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে মিত্র দেশ সিরিয়ার জনগণ ও সরকারকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে তেহরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৬, ২০১৬ ১৯:৩৪ Asia/Dhaka
  • ‘এখনো সিরিয়াকে সমর্থন দেবে ইরান’

১৬ মার্চ (রেডিও তেহরান): ইরানের জাতীয় সংসদ মজলিসে শূরার স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে মিত্র দেশ সিরিয়ার জনগণ ও সরকারকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে তেহরান।

ইরান সফররত সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদের সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে লারিজানি এসব কথা বলেছেন। এ সময় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিরিয় জাতির প্রতিরোধের প্রশংসা করেন। তিনি বলেন, অনেক সংবেদনশীল ও জটিল সময়ে সিরিয়ার জনগণ এ প্রতিরোধ সংগ্রাম চালিয়েছে।

সিরিয়ার সামনে উজ্জ্বল ভবিষ্যত রয়েছে উল্লেখ করে লারিজানি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব আশা করা যায় সিরিয়া শান্তি ও নিরাপত্তা ফিরে পাবে।

বৈঠকে মিকদাদ বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ইরান এবং সিরিয়ার খুব কাছাকাছি দৃষ্টিভঙ্গি রয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোও লড়াই করবে বলে তিনি আশা করেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে সমর্থন দেয়ার জন্য তিনি ইরানের বিশেষ প্রশংসা করেন।#

রেডিও তেহরান/সিরাজুল ইসলাম/১৬