শিগগিরি দায়েশের বিরুদ্ধে বিজয়ের উৎসব করব: জেনারেল সুলাইমানি
(last modified Thu, 21 Sep 2017 20:25:54 GMT )
সেপ্টেম্বর ২২, ২০১৭ ০২:২৫ Asia/Dhaka
  • শিগগিরি দায়েশের বিরুদ্ধে বিজয়ের উৎসব করব: জেনারেল সুলাইমানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ইউনিটের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানি বলেছেন, আগামি তিন মাসের চেয়েও কম সময়ের মধ্যে এ অঞ্চলে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয় উৎসব পালন করা হবে।

সাম্প্রতিককালে ইরাক ও সিরিয়ার বিভিন্ন এলাকায় দায়েশের বিপর্যস্ত পরিণতির প্রতি ইঙ্গিত করে জেনারেল কাসেম সুলাইমানি আজ (বৃহস্পতিবার) ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশের লাংগ্রোড শহরে বলেন, "আগামি তিন মাসের চেয়েও কম সময়ের মধ্যে এ অঞ্চলে দায়েশের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় এবং এই উগ্র গোষ্ঠীটির কথিত শাসন ব্যবস্থা উৎখাতের ঘোষণা করা হবে।"

জেনারেল সুলাইমানি বলেন, "আমেরিকা এবং এর ঘনিষ্ঠ মিত্র ইহুদিবাদী ইসলাইলের সৃষ্ট দায়েশ চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত আমরা তাদের ওপর বিরতিহীনভাবে আঘাত হানতে থাকব। এর পর আমরা ইসলামি ইরান এবং এ অঞ্চলে দায়েশের বিরুদ্ধে বিজয়ের উৎসব পালন করব।"  

সুলাইমানি আরো বলেন, "ইরাক, সিরিয়া এবং লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ছাড়া আর কোনো রাষ্ট্র বা গোষ্ঠীই দায়েশকে নির্মূলের দাবি করতে পারবে না। কারণ যারা আইএসআইএল বা দায়েশকে সৃষ্টি করেছে তারা এ গোষ্ঠীকে ধ্বংসের কোনো দাবি করতে পারে না।"#

পার্সটুডে/বাবুল আখতার/২১

 

ট্যাগ