"আমেরিকার অন্যায় আবদারের কাছে মাথা নত করবে না ইউরোপ "
(last modified Sun, 15 Oct 2017 13:42:11 GMT )
অক্টোবর ১৫, ২০১৭ ১৯:৪২ Asia/Dhaka

তেহরানে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আমেরিকার অবৈধ ও অন্যায় আবদারের কাছে মাথা নত করবে না।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ডেনমার্কের রাষ্ট্রদূত ড্যানি আন্না ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের গভর্নর ফেরেইদুন হামতির সঙ্গে এক সাক্ষাতে এ কথা বলেছেন। তিনি বলেন, ডেনমার্ক সরকার ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি সমর্থন দেয়া অব্যাহত রাখবে।

রাষ্ট্রদূত ড্যানি আন্না ইরান ও ডেনমার্কের অর্থনৈতিক সহযোগিতা বিস্তারের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেছেন, তার দেশের বিভিন্ন কোম্পানি ইরানের জাহাজ নির্মাণ শিল্প ও জলজ প্রাণী সংরক্ষণ প্রকল্পে পুঁজি বিনিয়োগ করতে প্রস্তুত রয়েছে।

তেহরানে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত দু'দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আলোচনার কথা উল্লেখ করে বলেছেন, খুব শিগগিরি তার দেশের শিল্প ও কৃষিমন্ত্রী ইরান সফরে আসবেন।

এ সাক্ষাতে ইরানের হরমুজগান প্রদেশের গভর্নর ফেরেইদুন হামতি বলেছেন, ওই অঞ্চলে মাছ চাষ ও সমুদ্র পর্যটন খাতে ডেনমার্কের সঙ্গে সহযোগিতা বিস্তারের সুযোগ রয়েছে। ডেনমার্কের রাষ্ট্রদূত একদিনের জন্য হরমুজগান সফরে গিয়ে বন্দর আব্বাসের সমুদ্র উপকূলে জাহাজ নির্মাণ শিল্প এলাকা পরিদর্শন করেন। #     

পার্সটুডে/মো. রেজওয়ান হোসেন/১৫

 

ট্যাগ