লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে আইআরআইবি প্রধানের সাক্ষাৎ
https://parstoday.ir/bn/news/iran-i47662-লেবাননের_প্রেসিডেন্টের_সঙ্গে_আইআরআইবি_প্রধানের_সাক্ষাৎ
লেবানন সফররত ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র প্রধান আব্দুলআলী আলী-আসগারি স্বাগতিক দেশের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার বিকেলে অনুষ্ঠিত এ সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৯, ২০১৭ ০৭:১০ Asia/Dhaka
  • বুধবার বৈরুতে মিশেল আউনের (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন আলী-আসগারি (বাম থেকে তৃতীয়)
    বুধবার বৈরুতে মিশেল আউনের (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন আলী-আসগারি (বাম থেকে তৃতীয়)

লেবানন সফররত ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র প্রধান আব্দুলআলী আলী-আসগারি স্বাগতিক দেশের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার বিকেলে অনুষ্ঠিত এ সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে।

সাক্ষাতে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেন, ইরানের পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সমাজ যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তা ইরানের জন্য একটি বিশাল বিজয়। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের মোকাবিলায় আমেরিকা আজ যে লজ্জাজনক অবস্থায় পড়েছে তার সব কৃতিত্ব ইরানের বুদ্ধিদীপ্ত কূটনীতির।

প্রেসিডেন্ট মিশেল আউন

ইরানের গঠনমূলক ভূমিকার কারণে সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন লোবননের প্রেসিডেন্ট। তিনি বলেন,বিদেশে অবস্থানরত লাখ লাখ শরণার্থীকে সিরিয়ায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

সাক্ষাতে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধে লেবাননের সেনাবাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের সাম্প্রতিক বিজয়ে সন্তোষ প্রকাশ করেন আইআরআইবি প্রধান। তিনি বলেন, দায়েশকে মধ্যপ্রাচ্য থেকে পুরোপুরি নির্মূল করার আগ পর্যন্ত সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালিয়ে যেতে হবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯