পাকিস্তানে ইরান,  রাশিয়া, চীন, তুরস্কের অংশগ্রহণে সম্মেলন;গেছেন লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i50271-পাকিস্তানে_ইরান_রাশিয়া_চীন_তুরস্কের_অংশগ্রহণে_সম্মেলন_গেছেন_লারিজানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ স্পিকার ড. আলী লারিজানি গুরুত্বপূর্ণ সফরে পাকিস্তান গেছেন। আগামীকাল (রোববার) ইরান, পাকিস্তান, রাশিয়া, চীন, তুরস্ক ও আফগানিস্তানের  সংসদ স্পিকারদের একটি সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।  সেই সম্মেলনে যোগ দিতে আলী লারিজানি পাকিস্তান সফর করছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৭ ২০:২৯ Asia/Dhaka
  • ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি
    ইরানের সংসদ স্পিকার ড. আলী লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ স্পিকার ড. আলী লারিজানি গুরুত্বপূর্ণ সফরে পাকিস্তান গেছেন। আগামীকাল (রোববার) ইরান, পাকিস্তান, রাশিয়া, চীন, তুরস্ক ও আফগানিস্তানের  সংসদ স্পিকারদের একটি সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।  সেই সম্মেলনে যোগ দিতে আলী লারিজানি পাকিস্তান সফর করছেন।

পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সাদিকের আমন্ত্রণে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে নানামুখী চ্যালেঞ্জ এবং আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা ও ভূমিকার বিষয়ে আলোচনা করা হবে।

পাকিস্তান সফরের সময় ড. আলী লারিজানি দেশটির জাতীয় সংসদের স্পিকার আইয়াজ সাদিকসহ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।

পাকিস্তানের উদ্দেশে তেহরান ছাড়ার আগে লারিজানি সাংবাদিকদের জানান, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হবে এ সম্মেলনে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩