আমেরিকা সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধ করছে না শুধুমাত্র খেলা করছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i50391-আমেরিকা_সন্ত্রাসবাদ_বিরোধী_যুদ্ধ_করছে_না_শুধুমাত্র_খেলা_করছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের বিষয়ে আমেরিকা মোটেই আন্তরিক নয় বরং ওয়াশিংটন নিতান্তই ‘খেলা করছে’।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০১৭ ০১:১২ Asia/Dhaka
  • সাংবদিকদের সঙ্গে আলাপে ড. আলী লারিজানি (ডান থেকে দ্বিতীয়)
    সাংবদিকদের সঙ্গে আলাপে ড. আলী লারিজানি (ডান থেকে দ্বিতীয়)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি বলেছেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের বিষয়ে আমেরিকা মোটেই আন্তরিক নয় বরং ওয়াশিংটন নিতান্তই ‘খেলা করছে’।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সন্ত্রাসবাদ ও আন্তঃআঞ্চলিক কানেক্টিভিটি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেছেন। তিনি আরো বলেন,ইসলামি প্রজাতন্ত্র ইরান সব রকমের সন্ত্রাসের নিন্দা করে এবং পাকিস্তান, আফগানিস্তান, ইরাক কিংবা সিরিয়া যেকোনো জায়গায় হোক না কেন সন্ত্রাসবাদের বিরোধিতা করে। ইরান এসব সন্ত্রাসবাদকে  মুসলিম দেশগুলোর জন্য জুলুম বলে মনে করে ইরান।

আফগানিস্তানের একটি পপি ক্ষেত

ড. লারিজানি বলেন, মুসলিম দেশগুলোর সম্পদ ধ্বংস করা ও ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার জন্য আমেরিকা দায়েশসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি করেছে।

ইরানের স্পিকার বলেন, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ের নামে আমেরিকা ২০০১ সালে আফগনিস্তানে সামরিক অভিযান চালায় কিন্তু দেশটিতে মাদকের উৎপাদন বেড়েছে শতকরা ৪৫ ভাগ। তিনি জানান, আফগানিস্তানে ৪০০টি গবেষণাগার রয়েছে যেগুলোতে হোরোইন উৎপাদন করা হয় অথচ ন্যাটো সেনারা বিষয়টিতে একেবারে নির্বিকার রয়েছে। এছাড়া, যে তালেবানকে উৎখাতের জন্য আমেরিকা আফগান যুদ্ধ করেছিল সেই তালেবান এখন দেশটির উত্তর ও দক্ষিণের বিরাট এলাকার ওপর কর্তৃত্ব করছে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫