আলে-সৌদ সরকারের বিদায়ের ঘন্টা ধ্বনি বেজে উঠেছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i50605
ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর জবর দখল করে রাখা ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কের মাধ্যমে আলে সৌদি সরকারের পতন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৭ ১৭:১০ Asia/Dhaka
  • আমির আব্দুল্লাহিয়ান
    আমির আব্দুল্লাহিয়ান

ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর জবর দখল করে রাখা ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কের মাধ্যমে আলে সৌদি সরকারের পতন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

আমির আব্দুল্লাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাঁর নিজস্ব টাইম লাইনে সৌদি আরব এবং ইসরাইলের মধ্যে সম্পর্কের প্রভাব নিয়ে বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যিনি নিজ দেশ এবং মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছেন তাকে অবশ্যই মনে রাখতে হবে যে অবৈধ ইসরাইল কখনোই তার সৌদি মিত্রকে রক্ষা করতে পারবে না।  

তেল আবিব ও রিয়াদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে প্রতিহত করতে ইসরাইল এবং সৌদি কর্মকর্তারা একাধিকবার বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বৈঠকে মিলিত হন। 

এর আগে জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন স্বীকার করেছিলেন যে 'এক ডজন’ আরব দেশের সঙ্গে তেল আবিবের সম্পর্ক রয়েছে। জর্দান ও মিশর ছাড়া অন্য কোনো আরব দেশ যখন তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি তখন একথা জানিয়েছিলেন ইহুদিবাদী রাষ্ট্রদূত।#

পার্সটুডে/বাবুল আখতার/২৯