আবারও এএফসি ফুটসল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ইরান
-
ইরানি দল
এএফসি ফুটসল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। আজ (রোববার) তাইওয়ানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার ফাইনালে ইরান ৪-০ গোলে জাপানকে হারায়।
এ নিয়ে ইরান ১২ বার এএফসি ফুটসল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল। ২০১৮ এএফসি ফুটসল চ্যাম্পিয়নশিপে এশিয়ার ১৬টি টিম অংশ নিয়েছে।

১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত এ নিয়ে ১৫ বার এশিয়ার দেশগুলোকে নিয়ে ফুটসল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১২ বারই চ্যাম্পিয়ন হয়েছে ইরান। অন্য তিনটি আসরের শিরোপা জিতেছে জাপান।

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন বা ফিফা'র সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী ফুটসলে বিশ্বে ৫ম সেরা দল হচ্ছে ইরানের জাতীয় ফুটসল টিম। এছাড়া গত কয়েক বছর ধরেই এশিয়ায় প্রথম স্থান ধরে রেখেছে দেশটির জাতীয় টিম। ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বে শীর্ষে রয়েছে ব্রাজিল। তারপরেই রয়েছে স্পেন, রাশিয়া ও আর্জেন্টিনা। তালিকায় ইরানের পরে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে ইতালি ও পর্তুগাল।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১